ভালোবাসায় ভালোথাকা
✍-উজ্জ্বল সরদার আর্য
তুমি ভালোবাসো, তবু ভালোতে করোনি বসবাস।
নির্জন-নিবাসে নিমজ্জিত, একাকীত্ব-বিরহ-বেদনার গান গেয়ে
যায় তোমার অসহায় মন আজও।
আজও আঁধারে তুমি নিঃসঙ্গ বুকে অনন্ত পথের সিঁড়ির ধাপ
পেরিয়ে, খুঁজছো নীল আকাশে এক চমকা মুক্ত আলো।
যে আলো ভালোবাসবে, কাছে নেবে, এনে দেবে রাত
পেরিয়ে একটা স্নিগ্ধ সকাল।
একদিন বলেছিলাম, ভালোবাসো কি আমায়?
প্রশ্নের বাধ্যবাধকতা প্রতিউত্তরে নত মুখে বললে ভালোবাসি,
কিন্তু করা হয়না ভালো থাকার প্রয়াস।
সন্ধ্যার প্রারম্ভে যে মন্দিরে প্রোজ্জ্বল প্রদীপ নিভে যায়
অবহেলায়, সেখানে আঁধার ছাড়া আর কি উপস্থিত হতে পারে?
তাই ব্যর্থ-হেরে যাই মুহূর্তের কাছে সময়ের-সংলাপে।
শুনি গভীর নিস্তব্ধ নিশিতে ক্ষত কবিতার কান্না।
কি চাও তুমি? তোমার বেদনা ভরা বুকে মৃত্যুর সংকল্প করে
আজ বসবাস, পৃথিবী ছাড়ার প্রলাপে মুক্তির সুর ওঠে বেজে
নিশুতি-নিশিতে।
তবে জীবন কি সুন্দর নয়? শুধু সুন্দরতা প্রকাশ পাইনি
আমার প্রেমে তোমার ভালো থাকা।
ক্ষত রক্তাক্ত চরণে চলতে চলতে দুঃখকে ভালোবেসে
করেছো অন্তরের খোরাক।
আজ তার প্রতিক্রিয়ায় থেমে যেতে হয় নতুন জীবন দানের উদ্দেশ্য পথে।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ২৪ জানুয়ারি ২০২০ সাল
৯ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ (শুক্রবার)
দাকোপ খুলনা বাংলাদেশ।