ভালোবেসে তোমারে ডাকি নাম ধরে
✍-উজ্জ্বল সরদার আর্য
ভালোবেসে তোমারে ডাকি নাম ধরে
পিছু ফিরে কেন তুমি দেখলে না।
বিরহ সঙ্গীতের সুর শুনতে লাগে মধুর
তাই বুঝি তুমি আমার হলে না।
জানিনা এ-কেমন ছিল তোমার
ওই ভালোবাসা,
কাছে এসে মায়া দিয়ে আমারে ভুলিয়ে
চলে গেলে ভাঙালে আশা,
আজ পথের ধুলায় পড়ে থাকি
চরণে মাথা রাখি
তবুও তার অন্তর গলে না।।
আজ আশায় আশায় হেটে যাই
ওই চেনা পথ ধরে,
এখনো সেই কৃষ্ণচূড়া দাঁড়িয়ে আছে
আছে তোমার স্মৃতি আঁকড়ে ধরে।
আজ শুধু ঝরে যায় অঝরে অশ্রুধারা,
ফুল ঝরে যায় মেঘে ঢেকেছে তারা,
সুর হারা বাঁশী আর বাজে না!
সে এলো না আর ফিরে এলো না।।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ইং ১৮ জুন ২০১৯ সাল
বাংলা ২ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ (মঙ্গলবার)
দাকোপ খুলনা, বাংলাদেশ।