ভালো থেকো
     ✍-উজ্জ্বল সরদার আর্য

সমস্ত বেদনা একত্রিত হয়ে, হৃদয়ের নীল আকাশে
জমেছে কালমেঘ।
আর বৃষ্টি ধারায় আমি আমার স্বপ্ন গুলোকে
ঝরে যেতে দেখেছি,
দেখেছি ভালোবাসার মানুষটিকে দূরে সরে যেতে।

সকলে বলে, ভালোবাসা হলো হৃদয়ের উষ্ণ অনুভূতি।
যা মানুষকে বাঁচতে শেখায়, ভালো থাকতে শেখায়।
কিন্তু সে ভালোবাসাকে আজ আমি কাঁদতে দেখেছি,
নির্জন রাতে একাকীত্ব বেদনায়।

মন ভাঙা খুব সহজ, গড়া খুব কঠিন।
পৃথিবীতে এত এত অপরাধের বিচার হয়,
মন ভাঙার বিচার কেন হয় না?
জানি, কাল প্রভাতের প্রারম্ভে তুমি চলে যাবে
কোন এক নতুন রাজ্যের সম্রাজ্ঞী হতে।

তাই তোমাকে ঘিরে চলছে আয়োজন,
চারিদিকে সাজ সজ্জা আলোর বর্ষণ,
ফুলে-ফুলে সুগন্ধে মাতোয়ারা তোমার মন
অনুভব করছে বিনোদন, আর আমি?
আমি মুখ লুকিয়ে দূরে দাঁড়িয়ে করছি ক্রন্দন।

সময়ের অন্তিমে অভিনয় শেষ হয়ে যায়,
সন্ধ্যায় জ্বালানো মন্দিরের প্রদীপ রাতের গহীনে নিভে যায়,
কিন্তু অন্তরের ভালোবাসা অস্তমিত কোনদিন হয় না।
তাই স্মৃতিবিজড়িত প্রাণ পথ চেয়ে থাকে তোমার অপেক্ষায়।

ওগো কতদিন আর ভালোবাসার ভিক্ষার পাত্র হাতে
চিৎকার করে বলবো তোমাকে চাই! চাই! চাই!
আজ নৈরাশ্য বুকে বুঝেছি  তুমি কেবল দুর্লভ
তাই শুধু প্রার্থনা করি  ‘ভালো থেকো’।


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১৪ জুন ২০২১ খ্রিস্টাব্দ
৩০ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ, সোমবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।