ভালোবাসি শুধু তোমাকে
✍-উজ্জ্বল সরদার আর্য
আমি তোমাকেই শুধু ভালবেসেছি
ভালবাসবো অনন্তকাল,
হয়েছি কাজল মাখি অঙ্গে অশ্রুজল!
জনম গেলো তোমার সাধনায়
তুমি করেছো ছল,
দিয়েছো ঝরিয়ে বারে-বারে
ওগো চিরকাল!
হয়েছি কাজল মাখি অঙ্গে অশ্রুজল।
তবুও আশি আশায়-আশায় ফিরে
তোমার দ্বারে-জমিয়ে বুকে ব্যথা,
ভুলতে পারিনা প্রাচীন প্রেমের যত কথা।
হাত ধরে গোধূলিতে চলতে চলতে
একটু একটু কাছে আশা,
তমিস্রা রাতে রজনীগন্ধার ঘ্রাণে
প্রাণে পেয়েছিল নেশা!
সেই স্মৃতিময় ধ্রুবতারায় মিশে দুরাশা।
বসন্ত বাতায়নে ভেসে দুজনে
এসেছিলাম এই দেশে,
এক নতুন প্রেমিক প্রেমিকার বেশে।
ফুটেছিল ফুল বাগিচায় বুলবুল
বেধেছিল বাসা,
আজ আঁখিতে অশ্রু ঝরে শুধু মনে পড়ে
সেতারের তারে সুরের তৃষা!
বিরহবিধুর বুকে হারিয়েছি দিশা।
এমন করে বেলাশেষের সুরে
সুর মেলায় না কেউ
ঝরা ফুলের হৃদয়ে আজ উঠেছে ঢেউ।
আমার আনন্দ, আমার বেদনা,
আমি তোমাতে তৃপ্তি!
প্রাণের মাঝে সকল সাজে
রেখেছি তোমার স্মৃতি!
কবি-কবিতায় দিয়েছে অঞ্জলি তোমার প্রতি।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১২ নভেম্বর ২০১৮ সাল
দাকোপ খুলনা, বাংলাদেশ।