ভালোবেসে মন করে গো স্মরণ ক্ষণে ক্ষণে তোমারে
✍-উজ্জ্বল সরদার আর্য
ভালোবেসে মন করে গো শরণ
ক্ষণে-ক্ষণে তোমারে,
তুমি হারিয়ে গেছো রাতের আঁধারে
হৃদয় রিক্ত করে।
তাই বারে-বারে আশি দিবস-নিশি
ভাসি শ্রাবণে,
ওগো দ্বার খোলো আঁখি মেলো
রাখো নয়ন-নয়নে,
কতদিন হলো দেখি না ছোঁয়া পাই না
পা রাখো ঝরা ফুলের বুকের তরে!
ভালোবেসে মন করে গো স্মরণ
ক্ষণে-ক্ষণে তোমারে।
তৃষিত আমার আকুল আঁখিতে
আজ উঠে লহরী
বিরহী বাঁশি বাজায় মুরারি-
গহিন গহনে,
তুমি কি আসবে না হায় শারদ সন্ধ্যায়
প্রেমের প্রদীপ জ্বালাও প্রাণে।
মনের আকাশে মেঘ ভাসে
যদি যায় সরে যাক,
দেখতে পাবো তারে সে আছে মনের মন্দিরে
অশ্রু ঝরছে ঝরতে থাক,
আমি পেয়েছি প্রাণে-- প্রাণ দিয়েছি গো তারে!
ভালোবেসে মন করে গো স্মরণ
ক্ষণে-ক্ষণে তোমারে।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ইং ১৯ মে ২০১৯ সাল
বাংলা ৫ জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ
দাকোপ খুলনা, বাংলাদেশ।