ভালোবেসে কি দেবো আর দিয়েছি আমার প্রাণ
    ✍-উজ্জ্বল সরদার আর্য


      ভালোবেসে কি দেবো আর দিয়েছি আমার প্রাণ,
   তবু সে খুশি নয় ভুলেছে আমায় করেছে দলিত দান।
        বুকে বাসনা বেঁধেছি যত যাতনায় জ্বলি তত
           অশ্রু কত ঝরবে আর অন্তর হলো ক্ষত।
                  আজ আশার প্রদীপ নিভেছে
                       নিভবে আমার বাতি
     আর আসেনা প্রভাতী, নীরব নিতলে ডোবালে গান।।

    দলিত দেহের রক্ত শূন্য ফুল হারা এক আমি অরণ্য,
        তবু আছি আকুল মনে তোমার প্রেমে হব ধন্য।
               তাই ভুলে যাওয়া সুর ছন্দঃ খুঁজি
                পুঁজিব তোমায় কবিতায় আজি
     যে পথ ধরে ওরা আসে সে পথে আবার যায় ভেসে,
       মিথ্যা প্রেমে মন ভোলায় রূপের আলোর উল্লাসে-
              শুধু বিরহে বুকে আমার জ্বলছে শ্মশান।।

✍-উজ্জ্বল সরদার আর্য  
রচনাকাল, ১৮ নভেম্বর ২০১৯ সাল
বাংলা, ১ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ (সোমবার)
দাকোপ খুলনা বাংলাদেশ।