ভালো বেসে যারে রেখেছি অন্তরে
✍-উজ্জ্বল সরদার আর্য
ভালোবেসে যারে রেখেছি অন্তরে
করেছি প্রাণ-দান,
সে চলে গেছে আমারে ভুলেছে
করি বেদনার গান।
অমৃত ভরা যার অন্তর
চোখে-চোরাবালি-ও তার,
কি করে বুঝবো,কি করে বোঝাবো
এই ভালোবাসা করে শুধু অভিমান।।
সম্মুখে গিয়ে যত হয়েছি নত
করেছি প্রেম ভিক্ষা,
ফিরিয়ে দিয়েছে বিদায় চেয়েছে
তবু করি অপেক্ষা।
মন সে যে মানে না বাঁধন,
হারানো প্রেম খোঁজে অনুক্ষণ,
যত বোঝাতে যাই ব্যর্থ হই
পথ ভুলেছি পেয়ে যত মিছে ঘ্রাণ।।
✍উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ১৯ জুন, ২০২০ সাল,
বাংলা- ৫ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।