ভাগ্যহত
✍-উজ্জ্বল সরদার আর্য
হয়েছি স্বজন হারা পান্থ ছুটতে-ছুটতে আজ ক্লান্ত
অন্তর তৃষিত চরণ রক্তাক্ত কাঁটার আঘাতে,
ভাগ্যহত যারা তারা অকালে মরে
আমি আছি অনাহারে
হয়ে লুণ্ঠিত-পীড়িত-প্রাণে ক্ষত দেহে এই রাতে।
মিথ্যা ঋণের দায়ে নিয়েছে সব ছিনিয়ে
করেছে আমারে গৃহ-হারা,
সেই ভিটে মাটি রাজ ভবনে পরিপাটি
নয়ন দুটি ঝরায় অশ্রু ধারা।
এখন এখানে কত লোকের হয় আনাগোনা
এ-রেস্টুরেন্টে আমার ঢোকা মানা,
করে কত লাঠি পেটা তবুও লাগে মিঠা
বধূর হাতের পিঠা প্রাণ ভোলে না।
ও-যে এখন এখানেই ঘুমায় সারাবেলা
বদ্ধ ঘরে দিয়েছে তালা,
খাজনার দায়ে ধর্ষিতা হয়ে
আপন গলে পরেছিল অগ্নি-মালা।
তাই-আজও ছুটে আসি ফুল কুড়াই রাশিরাশি
ওগো-তোমায় সাজাবো বলে,
ও-রা পদাঘাতে প্রাণকে করেছে ক্ষত
হই শত-শত বার নত, করি মিনতি অশ্রুজলে।
তবুও খোলে না দুয়ার, কি করে মুক্ত করি তোমার?
আমার যাবার সময় হলো!
পচা-বাসি খাবার খেয়ে চিল শিয়ালের সঙ্গ দিয়ে
নুড়ি পাথরে মাথা রেখে এ-প্রাণ ঘুমালো।
রচনাকাল ১০ জানুয়ারি ২০১০ খ্রিস্টাব্দ,
দাকোপ খুলনা, বাংলাদেশ।