উমা
✍-উজ্জ্বল সরদার আর্য
কল্যাণী-কমলে তুমি সর্ব শ্রেষ্ঠ বলে,
সাধক সাধনায় বসে ভিক্ষারী বেসে
চরণ রাঙায় অশ্রু জলে।
ওগো অন্নপূর্ণা খুশি হয়ে যদি কর দান
তবেই জুড়ায় দারিদ্র্য প্রাণ-
আমি যৌবন দুঃখী,
পর্বতের দেশে পাহাড়ি কন্যার বেশে
এসে হও আমার সখী।
অমর সাধনায় সিদ্ধ হতে
ঘর ছেড়ে তোমার ঘর বাঁধে
কত কবি,
ধুলা মাখা অবয়বে শ্মশানে ঘুমিয়ে যাবে
যদি জাগাতে আসে হয়ে রবি-
দেখে ভরবে প্রাণ
প্রকৃতির মায়ায় মিশে যেতে চায়
আমিও তারে করি সন্ধান।
তোমার নামে অভাব ঘোচে
পেয়েছি শ্রেষ্ঠ যোগীর যশস্বী খ্যাতি
করি তোমারে আরতি -
আমার অন্তর জ্ঞানে,
সৃষ্টির ধারা অক্ষত রাখা পেয়েছি দেখা
মিলেছি অঙ্গে-অঙ্গে দুজনে।
তবুও তুমি অভিমানে ক্ষণে-ক্ষণে
যাও চলে অন্তরালে,
তিলোত্তমা আসতে পঞ্চানন হতে
ক্ষিপ্ত হলে।
জানি, আমার এই দেহ মনে তোমারই অধিকার
ভালোবেসে এনেছি ভুবনে তোমার-
কবির ছন্দে,
সেদিন খুশি হয়েছিলে রূপের প্রসংসায়
আমি পথ হারাই কবিতার গন্ধে-
তুমি তোমাতে আবির্ভূত,
তোমাকে যে ভালোবাসে আছো তুমি তারিপাশে
তোমার প্রেমে আমি অমর বিখ্যাত।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকালঃ-২০ এপ্রিল, ২০১৭ সাল,
বাংলা ৭ বৈশাখ,১৪২৪ বঙ্গাব্দ
দাকোপ খুলনা,বাংলাদেশ।