ওরা যত বিরোধ বিদ্রোহ করে ছোড়াছড়ি,
মোরা ততো ডুমরুর তালে রুদ্র দেবের নৃত্য ছাড়ি।
মোরা থাকি সদা চল -চঞ্চল,
তটিনী আজ লহরীতে উত্তল !  
এ-দিগন্ত থাকে ঐ-দিগন্তে ছুটছি,
মোরা প্রবহমান প্রবল।
ওরা মোদের মাথায় করতে চায় নৃত্য,
হতে চেয়েছে শ্রেষ্ঠ বীর -মুক্ত,
মোদের আবাদ্ধ করে শাসন করতে চায় রাজত্ব।
তাই,  এসেছে লুকিয়ে লুকিয়ে নক্ত ক্ষণে,
উড়িয়ে দিয়েছে 'দহনের নিশান গগনে,
শাসন করার স্বপ্ন দেখছে নিদ্রাখনে-তমিস্রা  বনে।

কিন্তু, দেখবে এবার মোদের ক্লদ ,
নিত্য অলোক, থাকবে মোদের
মুক্ত অম্বর;
উজ্জ্বল হবে মার্তণ্ডের ঝলক।
যানি, কাপুরুষের হৃদয় মাঝে
চপলার ঘন্ঠা দিবস -রজনী বাজে,
তবে, সে কি আর বিপ্লবীর সজ্জায় সাজে ?
মোদের নৃত্য দেখে  ভয়ে দেহান্ত  ,
চরণ তলে লুটিয়ে পড়ে হয়েছে ক্ষান্ত !
অনেকে জীবন ভিক্ষা চাচ্ছে,
চিরকাল থাকতে চায় জীবন্ত।
ওরা মরতে চায় না চরকাল
বাঁচতে চায়, জোক হয়ে রক্ত
চুষতে চায়,
তাই মোদের বিবাদের নৃত্য দেখলে ভয়ে পলায় !
দন্ত খরহীন,
তাই আসছে বার বার মোদের তটিনীর  কানায়।

ওরা লভি ; ওদের হৃদয় কেবল খাতে চায়,
শাসন করতে চায়,
হয়েছে এক একটা ভণ্ড নবী।
মুখোশ পরে সাধু সেজে ঘুরছে ছদ্মবেশে,
মোদের খাদ্যের দ্বারে সর্বদা এসে লভনীয় জীব ঘসে ।
কিন্ত, মোরা  মহাবীর রামের মার্তণ্ড বর্ণ ধর,
অসুর মেরে -মোরা অমর।
আর এরাতো মাছি,, বানে ভেসে আসা পিপলিকা,,
মোদের দ্বারে ঠাইনিয়ে ভুলে গেছে ওরা নীহারিকা।
তাই আজ বাহুতে নিয়েছি গদা,চক্র,খাড়া ও ত্রিশূল,
তোদের  ধ্বংস  করে নব অবনী গড়বো,
তোরা  হয়েছিস মহাভারতের শকুনি মাতুল।
..
উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা
            ★★★