উচ্চাভিলাষী উর্বশী
      ✍-উজ্জ্বল সরদার আর্য

            জানি যে চলে গেছে আসবে না আর ফিরে,
                তবু আমার আকুল মনে আশা জাগে
                            বিরহে অশ্রু ঝরে-
                 দিবস-রজনী খুঁজি আমি তারে গো!
             আজ কোথায় যাব কবে তোমায় পাবো
                    মধুর মিলনে মিলবে কি দেখা,
            ওই স্মৃতি রেখা রিক্ত রাখা আছি একা গো।
                নিশি নির্জন নিভৃতে মগ্ন মন তোমাতে
                       আঘাতে-আঘাতে আহত,
                            বিচ্ছেদে বিচলিত-
             লাঞ্ছিত ব্যথা কটুকাব্য কথা কত ভুলবো রে!
               ভুলেছে প্রেম-প্রেয়সী তুমি লাবণ্য রূপসী,
                         তোমার রূপ দেখবো রে!
                শুধু আশায়-আশায় সময় বয়ে যায় রে।
      
           সে-এসেছিল হেসে-হেসে চাঁদের আলোয় ভেসে
                    আমার হৃদয় দেশে রেখেছিলেম,
                           অতি যত্নে সাজালেম-
                                তোমারে কত
                    আজও জ্বলে সেই প্রেমের প্রদীপ
                                 মন মন্দিরে,
                      স্মরণ করি তোমায় বারে-বারে,
                            বিরহে বুক হচ্ছে ক্ষত।
                      ওই পূজিত প্রেম হারালেম আমি
                            আঁধারে আকাশ ঢেকেছে,
                বাজেনা বাঁশী চলে গেছে উচ্চাভিলাষী উর্বশী
                      আকুলিত সেতারের তার ছিঁড়েছে।

                        ঝরেছে ঝর্ণা ধারা ঝর্ণা লোকে,
                    কি চেয়ে-কি পেলাম পিপাসী বুকে?
                সে সুখ তারা সুখে আছে জ্বলে আছে গগনে!
                      কাছে এসে আমারে ভালোবেসে
                          ধরেছিল জড়িয়ে যৌবনে।
                   এখন নীরব নির্জনে স্বজন শূন্য বনে
                         কাটে আমার বিরহী বেলা,
                সুরে-সুরে তারে ডাকি বাজিয়ে বেহালা -
                          মরণ আমার সাঙ্গ হলো
               কেন তবে এসেছিলে চেয়েছিলে কারে?
             যৌবনে সুখের সুধা পানে পেয়েছ কি তারে?
                   আজ আমায় ছেড়ে সে চলে গেলো।




✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ইং -৪ জুলাই ২০১৯ সাল
বাংলা ১৯ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ (বৃহস্পতিবার)
দাকোপ খুলনা, বাংলাদেশ।