উচ্ছৃঙ্খল
✍️--উজ্জ্বল সরদার আর্য
দেশটাকে দেখে আজ বেসামাল চিত্ত,
চারিদিকে অন্যায় হিংসায় মত্ত।
উচ্ছৃঙ্খল মানুষ আজ মনুষ্যত্ব ভুলে,
বিধ্বংস করছে সব ওরা দলে-দলে।
লুটপাট-রাহাজানি চলছে হত্যা যজ্ঞ,
ভয়ংকর রাতের দুঃস্বপ্নে নিদ্রা ভঙ্গ।
অসহায় জনতা,বিধ্বস্ত বিদর্ভ নগরী,
প্রতিশোধ-রাজ্যলোভে উন্মত্ত শর্বরী।
অন্ধকার গিলে খাচ্ছে গোটা রাজ্য,
নিশাচর ভয়ংকর মৃত্যু অনিবার্য।
তবু প্রহরী, সজাগ আমার তরবারি
জাত কুল রক্ষায় তুমিও রক্ষাকারী।
আয় কাপুরুষেরা আমরা একতাবদ্ধ
শেখোনি শিষ্টাচার আঁধারে অবরুদ্ধ।
জাতিভেদ পরনিন্দা তোদের নিত্য সঙ্গী
বৈসাম্য সৃষ্টিতে পরিচিত ভয়ংকর জঙ্গী।
ভেঙেছে মন্দির-মূর্তি মরছে সংখ্যালঘু
সীতা অপহরণে আর কাঁদবে কত রঘু?
ঘরে ধর্ষিত বোন শ্রাবণ ডেকেছে নয়নে
ক্ষত রক্তাক্ত দেহ, পোষাক শূন্য পরনে।
লজ্জায় বিদায় নেবে এভাবে আর কত?
চিতায় পাঁজর পুড়ে ভস্ম হলো ক্ষত।
তবু মৌনব্রত তুমি, এ-কোন পতঙ্গ নয়!
যে আলো দেখে ঝাপ দেয় মৃত্যুর ইচ্ছায়।
চেয়েছিলে স্বাধীনতা রক্তের বিনিময়ে,
আজ সভ্য তুমি নও স্বাধীনতা পেয়ে।
চিরো ইতিহাস হয়ে থাকবে কত মূর্খ
করেছ চূর্ণ বিচূর্ণ সব তবু করো তর্ক।
বিধস্ত বেহুঁশ রাজ্যে আর নেই শান্তি,
দলিত মানবতার বুকে শুধুই ক্লান্তি।
শিক্ষা সংস্কৃতি সভ্যতার হচ্ছে ক্ষয়,
জুতোর মালা এখন শিক্ষকের গলায়।
রচনাকাল ১১ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ
২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।