তুমি তোমার কর্মফল
      ✍-উজ্জ্বল সরদার আর্য

জীবন স্বচ্ছ-সুন্দর ব্যক্তি হয় খারাপ
সময় কঠিন হলে
জীবন-ব্যক্তির চলে অবান্তর প্রলাপ।
অনেকে পরিণতিকে নিয়তি বলে মেনে নেয়,
এখানে মেনে নেওটা শুধু হেরে যাওয়া নয়-
বরং নিজেকে মেরে ফেলা!
কারণ আত্মবিশ্বাস ভেঙে পাথরের গায়ে
ফোটানো যায় না চিত্রকলা।

জীবন বাস্তব, বাস্তব তুমি, তুমি'ই সত্য,
তুমি চাইলে অনন্ত আকাশটা ক্ষুদ্র দুটি চোখে
ধরে রাখতে পারো,
তারজন্য শুধু মাত্র দরকার প্রচেষ্টা এবং একাগ্রতা।

যদি ভাগ্যের বিধাতা কোন ধাতুরূপ আংটি হয়,
তাহলে কর্মের গুরুত্ব পৃথিবীতে এত কেন?
যেখানে কেউ কিছু করতে চাইলে করতে পারে,
সেখানে  অন্ধবিশ্বাস ব্যক্তির দুর্বলতা।

তুমি তোমার সৃষ্টি, তুমি তোমার কর্মফল,
সুবিধার্থে যন্ত্রকে আমরা'ই করেছি ভগবান,
আজ ভগবান নিয়ে যুদ্ধ করি সকাল-বিকাল।


রচনাকাল ৫ জুন ২০২১ খ্রিস্টাব্দ,
২১ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ, শনিবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।