তুমি কি বন্ধনে বেধেছ আমায়
✍-উজ্জ্বল সরদার আর্য

তুমি কি বন্ধনে বেধেছ আমায়
পারি না তোমায় ছেড়ে থাকতে,
এই হৃদয় শুধু যে তোমাকে চায়
‘ভালোবাসি’ তবু পারিনি বলতে।
কেবল প্রতি মুহূর্তে ছুটে যাই
দেখার আশায়-
দিন চলে যায় শূন্য মনে,
ওগো কোথায় তুমি? দাও-দেখা
আমার আকুল তৃষিত নয়নে।


শয়নে স্বপনে জাগরণে
কত কল্পনা করি নির্জনে,
ছবি আঁকি মনে সারাবেলা!
কখনো হাসি, কখনো কান্না,
কখনো ব্যাকুল, কখনো বেদনা-
কখনো বুকে অভিমান করে খেলা।
দিনভর কত ইচ্ছারা ছুটিয়ে মারে
তবুও বাঁচি তোমায় ঘিরে -
রেখেছি অন্তরে সর্বক্ষণ, 
জানিনা পাবো কি না সে করে ঘৃণা
থেকেছে দূরে-দূরে আজীবন।


যদি বোঝাতে পারতাম তারে
আমার এই ভালোবাসা,
হয়তো পূরণ হতো সর্বনাশা-আশা।
দুর্লভ ক্ষণে যতই চেয়েছি প্রাণে
কেবল মিলেছে ব্যর্থতা,
যত কাছে যাই দূরে সরে যায়
আজ পালন করি শুধু নীরবতা।


জানি, সে তো আমার নয়
তবু কেন চাই দিবস-রজনী?
যখন ভাবি ভুলে যাবো,
দূরে কোথাও চলে যাবো,
তখন বাতাসে শুনি ওই পদধ্বনি।
আবার ঘুলিয়ে যায় সব
নিরাশার বুকে বেজে ওঠে গীতালি,
সকল ক্লান্তি ভুলে আশার আলো জ্বেলে
তার সন্ধানে--শুধু ছুটে চলি।


ওগো নির্জনে এই প্রাণে
ছুঁয়ে থাকবে আর কতদিন?
কাছে ডেকেছি তবু এলে না গো
এই বসন্তে ভুবন হয় না রঙিন।
স্বপ্ন আঁকা নয়নে অশ্রু ঝরে নির্জনে,
রিক্ত মনে কতদিন হবে পথচলা?
ওগো আর করোনা অবহেলা-
প্রেমের ফুল ফুটুক এই বসন্তে,
তুমি কি বন্ধনে বেধেছ আমায়
পারিনা তোমায় ছেড়ে থাকতে।


আজও দিনশেষে প্রেমিক বেশে
তোমাকে দেখতে ছুটে আসি গোধূলিতে,
যদিও হয়না দেখা, হয় না কথা,
তবুও তোমায় আঁকতে বসি
ক্যানভাসে রং তুলিতে।
যতবার ওই চোখে-চোখ রেখেছি
হৃদয় মাঝে উঠেছে কেঁপে,
ওগো তোমার রূপের আলোয় ভুবন রঙিন
প্রাণ দিয়েছি চরণে সঁপে,
যদিও গ্রহণ করলে না আমায়
তবু বেঁচে থাক প্রেম অন্তরের অঞ্জলিতে -
তুমি কি বন্ধনে বেধেছ আমায়
পারিনা তোমায় ছেড়ে থাকতে।

রচনাকাল, ১৭ নভেম্বর ২০১০ খ্রিস্টাব্দ,
              ১ অগ্রহায়ণ ১৪১৭ বঙ্গাব্দ, বুধবার।
               দাকোপ খুলনা, বাংলাদেশ।