তুমি আজ কত দূরে
        ✍-উজ্জ্বল সরদার আর্য


ওগো- তুমি এসেছিলে কাননে কুসুম ফোটালে,
            সুগন্ধ দানে আমার অন্তর ভরালে-
                       ভালোবেসে গো!
সেই   তুমি চলে গেলে আমারে বলে গেলে না,
           আজ যাবো কোথায় কোন ঠিকানায়
                  আমার দিন কাটে না গো।
আজ   বিরহ ব্যাকুল মনে ঘুরি বনে-বনে
                 তোমার সন্ধানে-সর্বকালে,
কত   মিছে মায়া দিয়ে পান্থের পথ ভুলিয়ে
                 কত ফুল যায় ঝরে অকালে।
শুধু   ঝরাতে হয় অশ্রুজল সকাল-বিকাল
                তোমার পূজার ঘরে নির্জনে,
আমি  করি সন্ধ্যা আরতি গেয়ে তোমার গীতি
                 বসিয়ে তোমায় প্রাণ পদ্মাসনে।
তবু   যে যায় চলে আর আসেনা ফিরে
                অপেক্ষা করি জনম ধরে,
আমি   তোমার তরে ডুবে মরি মিনতি করি
               ওগো এবার তুমি এসো ফিরে।
ওই    বসন্ত বনে আমার আমন্ত্রণে
                  যত ফুল ফুটেছিল,
সব   কুড়িয়ে নিয়ে তোমার চরণে দিয়ে
                আমার এ-মন সাঙ্গ হলো।
আরো   দিয়েছিলাম কত রক্ত ঢেলে
           বুক পেতেছিলাম পদ তলে,
আজ    বাতাসে শুনি ওই চরণে নূপুর ধ্বনি
                      আমারে গেছে সে ভুলে।
আর   কত নিরবে নির্জনে স্বজন হারা মনে
                      থাকবো পথ চেয়ে বসে,
ওগো  বেলা চলে যায় জানিয়ে বিদায়
         ওই প্রেমের তরি গেলো ভেসে।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ইং- ৮ আগস্ট  ২০১৯ সাল
বাংলা ২২ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ (বৃহস্পতিবার)
দাকোপ খুলনা  বাংলাদেশ।