তুমি আছো অন্তরে
    ✍-উজ্জ্বল সরদার আর্য

দিবস-রজনী আমি যারে খুঁজি
সে-সর্বদা জেগে আছে আমার অন্তরে,
শয়নে-স্বপনে রজনী যাপনে
পেয়েছি ভাবনায়-যাতনায় বারে-বারে।
             গোপনে নয়নে ঝরে কত অশ্রুজল    
             হয়তো অনন্তকাল আরো ঝরবে,
             তবু শান্তি হৃদয়ে জাগে প্রীতি
             পিপাসী-প্রাণ-প্রেমে মগ্ন থাকবে।

জানি-ভুলে গেছো ভুলে যায় সকলে
শুধু আমি'ই অতীত ভুলতে শিখিনী,
তাই তো ছুটে যাই দেখতে তোমায়
তবু সম্মুখে থেকে যায় রিক্ত বনানী।
             ফুল ফোটে আবার ঝরে-ও যায়
             রেখে যায় সুগন্ধ মিশ্রিত স্মৃতি,
             প্রেমিক যারা ভুলতে পারেনা তারা
             গেয়ে চলে হারানো প্রেমের গীতি।

ওগো-একেই বলে বুঝি প্রেম
করি না পাওয়ার বেদনা অনুভব,
দিয়েছো যাতনা করি কান্না
করি ভক্তি হারাই বিরহে-বৈভব।
             নিঃসঙ্গ-নির্জন দিয়েছে জ্ঞানের সন্ধান
             তাই তোমাকে অঞ্জলি দানে পূজা করি,
             তোমার মূর্তি নিয়ে আছি পথ চেয়ে
             বেলা শেষে ডুবে যাক আমার প্রাণ তরী।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ২৫ আগষ্ট ২০২০ সাল,
বাংলা- ৯ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, মঙ্গলবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।