তৃষ্ণার্ত ভূমি আজও চায় রক্ত
      ✍-উজ্জ্বল সরদার আর্য


রাজনৈতিক নেতা-নেত্রী হয়ে,
রাজ্যলোভে দেশে দ্বন্দ্বের দহন জ্বালাচ্ছে ওরা!
নিরীহ-নীরব জনতা আজ আরো অসহায়।
শুধু শুনি যত ওদের মিথ্যা বাণী,
ওরা দেশ সেবক নয়-
দেশদ্রোহী, বিধ্বংস কারী,সম্পদ হরণ কারী,
এবং আমাদের শোষণ কারী।


আজ ওরা রাজনীতিকে করেছে ব্যবসা,
জনতার রক্ত চুষে নিজ সম্পত্তি করার
নিদারুণ নাটকীয়তা।
ওরা আবার আমাদের সমর্থন চায়,
দেশ সেবক হওয়ার আশাবাদী।
কেন, রাজনৈতিক নেতা-নেত্রী না হলে
দেশ সেবা করা যায়না?


প্রমাণ চাও? চোখ রাখো রক্তাক্ত ইতিহাসের পাতায়।
দেখতে পাবে তেজস্বী শত সেই মহা মানব-মানবীর নাম!
যারা দেশ ভালোবেসে, আজও বেচে আছে আত্মবলিদানে।
তবে আজ ওরা কারা?
ওদের জন্য নিপীড়িত, শোষিত, অবাঞ্ছিত হচ্ছে
গরিব দুঃখী অসহায় মানুষ।
নপুংসক হয়ে সম্পদ ছিনিয়ে গড়ছে শত শত অট্টালিকা।


আজ ব্যাংক গুলিতে কোটি-
কোটি টাকার পাষাণ স্তূপ গড়েছে,
এদেশের সব সম্পত্তি এখন শুধু ওদের।
ওরা কূটনৈতিক!
সমাজে - ক্রোধ, দ্বন্দ্ব, হিংসা, মানুষে-
মানুষে দিনরাত হানাহানি, গৃহ যুদ্ধ জন্মদান কারী।
ক্ষুধার্ত-তৃষ্ণার্ত জনতার বুকে দাঁড়িয়ে
মিথ্যা শপথ  পাট করতে ওদের লজ্জা করে না।


কিন্তু আর কতদিন চলবে এভাবে?
কতদিন দেখবো ওদের দেখানো মিথ্যা স্বপ্ন?
দেশের শহরে, নগরে, গ্রামে-গঞ্জে
আজ কোথাও কোন শান্তি নেই, নেই কোন স্বাধীনতা।
এই ভূমি আজও তৃষ্ণার্ত, আজও চায় শুধু রক্ত।



রচনাকাল - ৪ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ
১৭ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ (সোমবার)
দাকোপ খুলনা বাংলাদেশ।