তৃষ্ণা
      ✍-উজ্জ্বল সরদার আর্য

হে তৃষ্ণা, দগ্ধ দুনিয়ায় মরুময় ভূখণ্ডের
অভ্যন্তরে লালিত হওয়া তোমার অস্তিত্ব
এবার বিলীন হবে বৃষ্টি ফোটায়।
আর কতদিন থাকবে তুমি মনের মাঝে
অবুঝ সেজে? রাত্রি জেগে ছুটছি পথে
খাদ্যের খোঁজে ক্ষুধার্তের যন্ত্রণায়!
প্রাণের পিপাসায় ---

হে তৃষ্ণা, ক্লান্ত দুপুরে ভাত ঘুমে ঢোলা
কবিতা খোঁজে যখন ছায়াতল,
কলমের কালি রৌদ্র তাপে শুকিয়েছে তখন -
পেটের জ্বালায় দেখাতে ব্যস্ত আমরা বাহুবল।
গায়ে ঘাম, মলিন হাতে দুর্গন্ধ,
উত্তপ্ত ব্যস্ত শহর,নিষ্প্রাণ বুকে শুধু তুমি-
তোমার আলিঙ্গনে ছুটে চলা ছেঁড়া পোশাকে
ক্ষত পায়ে আমি পেয়েছি পথিক পরিচয়!
প্রাণের পিপাসায়---

হে তৃষ্ণা, তোমাকে বুকে নিয়ে প্রাণ হারিয়ে
দাঁড়িয়ে থাকবে কত আর মৃত কঙ্কাল?
শুকনো ডালে বসে খাঁখাঁ রোদ্দুর মাথায় নিয়ে
ডাকছে কাক,
চাতক চেয়ে আছে আকাশে-
                আজ দু'ফোটা জল চাই,
চাই সবুজ-শ্যামল পৃথিবী, চাই পুষ্প ভরা ভোর।

হে তৃষ্ণা, তুমি প্রেমিক মনে রাত জাগা স্বপ্ন হয়ে
ছুঁয়েছ আঁখির পাতা,
আকুলতা আমার পথ চেয়ে থাকে
                      ছেড়া পাণ্ডুলিপি হাতে।
যৌবন দরিদ্রে কত খুঁজি ভালোবাসা
ঠোঁটের চুম্বনে,
    লালা লেপটে রাখি নরম পেটের ভাজে-
          আলিঙ্গনে প্রেমের উষ্ণতায়!
তবু এখনো কবি লিখছে বসে রাত জেগে কবিতা
আকুলতায়,
      প্রাণের পিপাসায়---


রচনাকাল, ২০ এপ্রিল  ২০২২ খ্রিস্টাব্দ,
৬ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ, বুধবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।