তোমারে খুঁজি অশ্রু জলে
✍-উজ্জ্বল সরদার আর্য
আজ যে বেদনায় কবিতার খাতায়
অশ্রু চিহ্ন রেখেছি আমি,
সে-বেদনার পথ ধরে এসো ওগো ফিরে
নীরবে-নিভৃতে দেখে নিও তুমি।
শূন্য-সদনে আছে যে প্রাণ-প্রদীপ জ্বলে,
পিপাসায় নিভে যাবে একদিন অকালে,
তখন কেউ আর ডাকবে না তোমার
অপেক্ষায় করবে না ক্ষত অন্তর্ভূমি।।
ভালোবাসা দিয়ে যদি যায় হারিয়ে
ভোলা তারে যায় না,
প্রেমের অঞ্জলি দানে তুমি জীবিত ভুবনে
তবু তোমারে পাওয়া যায় না।
আশা নিয়ে কত ফুল ফোটে বনে,
বেদনায় ঝরে যায় গোধূলি-গানে,
যে প্রাণে রেখেছিলে সেই তুমি ভুলে গেলে
যাতনা দিয়ে গেলে অন্তরে উঠেছে ঊর্মি।।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ২২ জুলাই ২০২০ সাল,
বাংলা- ৬ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ, বুধবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।