তোমারে আপন করেছে প্রাণ
✍-উজ্জ্বল সরদার আর্য
ওই শরতের শিশির হলো নিথর
জমেছে পাতায়-পাতায়,
আজ সকাল সাজে বন মাঝে
মুখ দেখি আয়নায়।
কত শিউলি ঝরছে গন্ধে মন নাচছে
বাতাসে বাজছে আগমনী,
ওই নীল আকাশে সাদা মেঘ ভাসে
কাশ ফুলে ছেয়েছে ধরণী।
তাই হর্ষে হেসে নর্তকী বেসে
চলেছি ওই পথে,
আমি তোমার সন্ধানে ঘুরি বনে-বনে
প্রদীপ জ্বালিয়ে হাতে।
আজ আসছে বাশিসর খুলেছে দ্বার
পদ্মাসনে বসে তুমি,
ওগো তাই দেখতে এলাম করতে প্রণাম
চরণে লুণ্ঠিত আমি ।
তাই কত বাজছে মাদল ঝরছে বাদল
সজল আঁখিতে,
আমি আরতি করি সম্মুখে সুর সুন্দরী
ফুল তুলেছি প্রভাতে।
কত গেঁথেছি মালা এলো সাজবেলা
না-না সজ্জায় সাজাবো,
আমি নূপুর হয়ে চরণে জড়িয়ে
তোমার গান গেয়ে যাবো ।
তাই এসেছি ওগো দিতে সঙ্গদান
তোমারে আপন করেছে প্রাণ,
আমি তোমারে পেয়েছি শারদ প্রাতে
অন্তরের অঞ্জলিতে
রূপসীর রূপে করি স্নান।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১৫ অক্টোবর ২০১৮ সাল
দাকোপ খুলনা, বাংলাদেশ।