তোমার প্রেমের যোগ্য আমি নই
✍-উজ্জ্বল সরদার আর্য

আমি বাস্তবে কোন শিল্পী নই,
নই তোমার প্রেমের যোগ্য।
তাই ইচ্ছা থাকলেও পারিনা হাতে তুলি নিয়ে
রং টেনে তোমার সুন্দর মুখখানি আঁকতে।
তবুও এঁকেছি তোমার হাজার ছবি আমার অন্তর মাঝে।

জানি তুমি বিশ্বাস করবে না,
বিশ্বাস করে না প্রেম আজ কাউকে।
কেননা ঠকবার জন্য তৈরি নয় সে,
করুণার ছায়াতলে আত্মনিবেদনে বাঁচতে চায়,
বসবাস করতে চায় সৃষ্টির অভিলাষে।
আর আমি সে প্রেম পেতে
দেখাতে চেয়েছি লালসা মিশ্রিত ভালোবাসা!
ঠকবার যো নেই,শুধু ঠোকানো।

তাই প্রভাতী পুষ্প তুলে তোমায় ঘুম ভাঙাতে
আসেনি কখনো, যদি কিনা হও বিরক্ত
আর আমি তোমায় হারিয়ে ফেলি।
তাই তার থেকে এটা ভালো
বিশ্ব জুড়ে আরো হক তোমার প্রশংসা,
আর আমি অন্তরালে আমার বাসনায় অশ্রু ঢালি।

যদিও বুকের রক্তে রাঙিয়েছি তোমার চরণ
তবুও তুমি করলে না স্মরণ,
আজ চরণচিহ্ন পেতে বুক পেতেছি তোমার পথে
যদি কিনা মেলে ওগো তোমার দর্শন।




✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১৪ জুন ২০১৯ সাল
বাংলা ৩০ জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ শুক্রবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।