তব ভুবন ও সংসারে সৃষ্টি করিলে যারে মারিতে তাহারে কাড়িলে প্রাণ’
       ✍-উজ্জ্বল সরদার আর্য

         তব ভুবন ও সংসারে,     সৃষ্টি করিলে যারে,
                     মারিতে তাহারে কাড়িলে প্রাণ।
    তুমি সত্য-শাশ্বত-সনাতন,     ব্রহ্ম-আদি-চিরন্তন,
                  সকলে করে তব গান।।

           তুমি তরি ডুবাইলে,      ডুবে মরে অকূলে,
                বাঁচাইতে  চাহিলে বাঁচাও তাহারে।
         আজি ঝড় হাওয়ায়,      লহরী বহে দরিয়ায়,
              নিতলে ডুবিয়া  ডাকি গো তোমারে।।

           হে-মোর্ প্রাণ নাথ,      বাড়িয়ে দাও হাত,
                     প্রভাত আসুক দ্বারে আজি।
       ফুলে-ফুলে ভরিবে-ভুবন,     সুগন্ধে বাঁচিবে প্রাণ,
                তব আদেশ মানিতে সকলে রাজি।।

      এসেছে যাহারা সবে,    তাহারা কি আজি রবে?
                     যদিও উদ্ভব-অন্ত সত্য!
         এমন অপরাধী মোরা,    যেতে হইবে মারা,
              হই চরণে লুণ্ঠিত শোনো অন্তর হন্ত!!

         জানি অভয় দাতা তুমি,    বিধাতা-অন্তর্যামী,
                        চাহিলে হইব নিষ্প্রাণ।
            তব ভুবন ও সংসারে,     সৃষ্টি করিলে যারে,
                    মারিতে তাহারে কাড়িলে প্রাণ।।





✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ৩১ মার্চ ২০২০ সাল,
বাংলা -১৭ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ, মঙ্গলবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।