ওগো ওই শান্ত কোমল হৃদয় মাঝে
কবে নেবে আমায় আপন করে?
তোমার রূপের সেঁজতি আলোয়
নিয়েছে আমার হৃদয় কেড়ে।
শত-শত বছর ধরে তোমায় পাবার আশা নিয়ে
আমার আকুল অন্তরে এঁকেছি কত প্রেমের ছবি,
নীরব গোধূলি আবির মাখা আঁচল উড়িয়ে
ডেকেছে কাছে -
দিন শেষে ডুবেছে আমার প্রাণ রবি।

অতীত প্রভাতে পশাল বিছানো রিক্ত পথে
যখনি হেটে যেতে,
কেঁপে উঠতো ধরণী বাজতো নূপুরধ্বনি
নিদ্রা ভাঙতো ললিত সংগীতে।
আজ সেই রিক্ত পথে দাঁড়িয়ে থাকি
ব্যাকুল মনে তোমায় ডাকি,




কত শত 'শত 'বছর ধরে
তোমার পাবার আশানিয়ে হৃদয় মাঝে ছবিএকে
আছি আজও পড়ে,
সকাল হলেই মুক্ত পথে তোমার চরণে ধ্বনি বাজে,
গোপনে দূত এসে আমায় যাই যে ডেকে !
ঝংকারের তালে তালে পরান যে  আমার
কেঁপে ওঠে,
       পারি না তোমায় কিছু বলতে ।
শুধু,
   নয়ন মেলে
তাকিয়ে থাকি তোমার পানে চেয়ে,
আজ আমার হৃদয় হয়েছে যে ক্ষিপ্ত - ডুবতে চায় তব প্রেমের তটিনীর জলে ।
হাতে ছিল যত কাজ - দিয়েছি সব আজ বনবাস,
হৃদয় শান্ত করতে চাই তোমার ঐ' ছোঁয়ায় !
তাই তো অতীতের সব কিছু ফেলে এসেছি
ছুটে তোমারি কাছে,
হস্ত দিয়েছি বাড়িয়ে চৈতালি হাওয়ায় ।।
//
উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা