তীর্থ
✍- উজ্জ্বল সরদার আর্য
      

                   কবি দল বেঁধেছে হাত ধরেছে
                         করছে তীর্থের সন্ধান,
                    পৃথিবীর কল্যাণে নানান স্থানে
                         প্রকট হয়েছে ভগবান।
                 নির্মল প্রেমে মিলনে মিলিত করতে
                             দ্বিধা দ্বন্দ্ব ঘুচাতে
                       স্বর্গ ছেড়ে এসেছে মর্ত্যে,
              একাধিক পরিচয়ে অসুর নিধন জয়ে
                   অমর হয়ে আছে এই জগতে।
                           পাপী পায় পূর্ণতা
                   মুক্তি মেলে তৃষ্ণার্তর তৃষ্ণার্তা
              ছুটে চলছে তাই উন্মাদিত হয়ে ভক্ত,
                       দূর দিগন্ত পেরিয়ে
                   পথের কাঁটায় রক্ত ঝরিয়ে
                 কবির ক্লান্ত মনে নির্মল নয়নে
                   বেজে উঠেছে তীর্থের তন্ত্র।

                    লোভী ভণ্ডগন গাইছে গান
                          আছে সাধু বেশে ,
               হৃদয় ভরিয়ে তাদের দক্ষিণা দিলে
                   তবেই পড়ে আশীর্বাদ খসে।
             কিন্তু আমি যে ভিখারি হয়ে এসেছি
            তাই আশীর্বাদ নয় অভিশাপ পেয়েছি
                   পেয়েছি অবহেলিত নজর,
              যারা ধনী গুরুত্ব পায় তাদের বাণী
                   অশ্রু জলে ভরেছে সাগর।
        কবি আরো দেখেছে শিল্পীর গড়া প্রতিমার
                 চরণ রাঙিয়েছে মুদ্রায় যে ভক্ত,
             চতুর্দিক সে ভক্তের গুণ গানে উন্মত্ত -
                      ভুলেছে ঈশ্বরের নাম!
          কবি করে অশ্রুপাত পেয়েছে আঘাত
                 চরণে দিয়ে রক্ত করে প্রণাম।
           ওই ক্ষুধার্ত-তৃষ্ণার্ত যে পথচারীর প্রাণ
                  পড়ে আছে তীর্থের দ্বারে,
                     তুমি কি দিয়েছ তারে?
                          হয়েছ ধর্ম অন্ধ
             মানবধর্ম ভুলে মিশেছো ধার্মিকতার দলে
                     মনে তোমার দূষিত গন্ধ।


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ২৮ মে ২০১৭ সাল
বাংলা ১৪ জ্যৈষ্ঠ ১৪২৪ বঙ্গাব্দ,
দাকোপ খুলনা, বাংলাদেশ।