সুদূরিকা
  ✍-উজ্জ্বল সরদার আর্য

ভালোবেসে তোমায় হয়েছি পূজারী,
প্রাণ যা চায় কোথায় সে অধরা মাধুরী!
আজ পথ চেয়ে থাকি হৃদয়ে আঁকি
    নাম ধরে ডাকি অশ্রুজলে,
সেই যে চলে গেলে আমারে ভুলে
         ডুবিয়ে বিরহ অকূলে-
   ভূমণ্ডলে ঘুরে শুধু খুঁজে মরি!
ভালোবেসে তোমায় হয়েছি পূজারী ---
এখন নীরবে নির্জনে স্মৃতি আঁকি মনে
    শয়নে স্বপনে জাগরণে শুধুই তুমি,
তোমাকে হৃদয়ে রেখে কেটেছে বেলা
আছি একলা অশান্ত অকূলে ওঠে ঊর্মি।

    জানি বসন্তের ফুল গন্ধ বিলিয়ে
                 ঝরে ঝরে যায়,
মায়া রেখে যায় প্রাণে ছুটে চলি যৌবনে
            ওগো তোমার সন্ধানে
         এই বনে আসি বারে বারে
               এসো তুমি ফিরে
      আমার ভালোবাসার ঠিকানায়।
আজ তোমার বিহনে আসে না বসন্ত
                আমার ভুবনে
   বাঁশি বাজে না বনে তোমার গানে    
  প্রহর প্রাঙ্গণে নির্জনে শুধু হেটে চলি
       নিদ্রাহীন নয়ন আনে শ্রাবণ
    রাঙাবো ওই চরণ দেবো অঞ্জলি।
    
ওগো আমি তোমারেই শুধু ভালোবাসি
         হে-প্রেয়সী কেন বোঝনা?
      লাঞ্ছনা বুকে ক্ষত চিহ্ন আঁকে
     আমি তোমারে ভুলতে পারিনা।
     আজ যখন স্মৃতিপথে হেটে যাই
                গোধূলি বেলায়,
        মনে হয় তুমি সম্মুখে দাঁড়িয়ে
      লুকোচুরি খেলছ আমায় নিয়ে
     সময়ের অন্তিমে তুমি যাও হারিয়ে
           দূর থেকে জানিয়ে বিদায়।
   মরীচিকা, কাছে গেলে হারিয়ে যায়
          আর খুঁজবো না তোমায়
           সুদূরিকা! দূরে থাকো
          আছে অন্তরে ছবি আঁকা।
     আমি দিবস রজনী স্মরণ করি
              করবো অনন্ত যুগ
     প্রেমের টানে মূর্তি গড়ি কবিতা লিখি
শেষ ঠিকানায় পৌঁছেও খুঁজবো তোমাতে সুখ।


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ২০ মে ২০২১ খ্রিস্টাব্দ,
৫ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ, বৃহস্পতিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।