শত্রুসংকুল স্বদেশ
✍-উজ্জ্বল সরদার আর্য
. রজনীর বুক চিরে নিশাচর দল ধরে
এলো পীযুষ পিপাসায়,
কত কেড়েছে প্রাণ করেছে রক্ত পান
নিচ্ছে নিরীহ জনতা বিদায়।
কি হবে গো এবার দেশ জুড়ে হাহাকার
ভয়ঙ্কর শুধু শূন্যতা,
মৃত দেহের স্তূপ দূষিত ধূপ
ছড়াচ্ছে দুর্গন্ধ হও একতা,
চাই স্বাধীনতা! শরণ করি তোমায়।
এসো হে সংগ্রামী সৈনিক
জয় করো চারিদিক
আছি বসে তোমার অপেক্ষায়।।
তুমি তো দুর্জয় হবে না তোমার ক্ষয়
তুমি এসো সংশয় পেরিয়ে,
অস্ত্র হাতে লড়তে হবে
দিতে হবে প্রাণ বিলিয়ে।
আরো ঝরাতে হবে রক্ত হতে হবে শক্ত
হবে রঞ্জিত সবুজ পৃথিবী,
শত্রুর শৃঙ্গ ভেঙে ওঠো রেঙে
আসুক আকাশে রবি,
স্মরণে কবি রক্তে লিখে চিঠি দিলো বিলিয়ে।
হে বীর! তুমি তো নও ধীর,
চপলা-চঞ্চলা চরণে দাও দলিয়ে।।
শুরু হক যুদ্ধ হও তুমি ক্রুদ্ধ
আজ হবে ধ্বংসলীলা,
যদি আসে শত্রু সম্মুখে মৃত্যু দাও প্রাণ সুখে
আমার বুকে বিদ্রোহের বহ্নি জ্বালা।
আমি আছি দাঁড়িয়ে ওদের মৃত্যু হয়ে
হয়েছি এক রক্তপিপাসু,
আমি চাই প্রতিশোধ দেখবে ক্রোধ
মুক্ত হবে শত দেবকী-বাসু,
শত্রুর রাজা কংস হয়েছে ধ্বংস
থেমেছে প্রলয় প্রভাত বেলা।
তাই দেহে ফিরে পেয়েছি প্রাণ তুমি মহান
পূজিত হবে সাজিয়েছি পূজার থালা।।
রচনাকাল ৩ জুন ২০১৯ সাল
দাকোপ খুলনা, বাংলাদেশ।