স্বপ্নে গোপনে এসে ভালোবেসে ছুঁয়ে গেলো কে
✍-উজ্জ্বল সরদার আর্য
স্বপ্নে গোপনে এসে ভালোবেসে
ছুঁয়ে গেলো কে,
আমি চিনেছি,চিনেছি তোমায়
ওগো বন্ধু নিয়েছ বিদায়
ফেলে আমাকে।।
শৈশব স্মৃতি অমৃত অতি
ভুলতে পারি না,
কত নামে ডাকি দিয়েছে সে ফাঁকি
আঁখিতে অশ্রু বুকে বেদনা,
সে এলোনা এলোনা এলোনা গো ফিরে
আমার হৃদয় দিয়েছি তারে
তার অপেক্ষায় থাকে।
স্বপ্নে গোপনে এসে ভালোবেসে
ছুঁয়ে গেল কে।
আজ বিরহ বেদনায় আমার বেলা যায়
ঝরে যায় কত ফুল বনে,
ঘ্রাণে দোলায় মন করি তারে স্মরণ
বসে নির্জনে।
শুকিয়েছে গাঁথা মালা পুড়ে ধূপ-ধুলা
তার পদচিহ্নের উপরে
ইচ্ছা ডানা মেলে গিয়েছে চলে
ওই দূর দিগন্তের পারে,
আর আসবেনা হায় লুটোপুটি খাই
পথের ধূলায় প্রাণে এঁকে।
স্বপ্নে গোপনে এসে ভালোবেসে
ছুঁয়ে গেলো কে।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১৩ জানুয়ারি ২০১৯ সাল
দাকোপ খুলনা, বাংলাদেশ।