সংগ্রামী-স্বদেশ
✍- উজ্জ্বল সরদার আর্য
পৃথিবীর মাঝে আমি সবথেকে ক্ষুদ্র-দেশ।
অনেকে হয়তো চেনে না, এবং আমার
নামও জানেনা।
কিন্তু তোমরা শোনো আমার বিদ্রোহ মন
ক্ষিপ্ত হলে মেদিনীর বুকে রুদ্রতাণ্ডব ওঠে
দুরন্ত উচ্ছ্বাসে।
শুরু হয় বিধ্বংস লীলা, রক্তের বন্যা,
শুষ্ক-তৃষিত প্রাণ উজ্জীবিত হয়ে ওঠে শত্রুর
রক্ত-মাংসে।
যদিও আমি আবার সবার থেকে ক্ষুদ্র-----
তোমরা ইতিহাসের পাতা দেখেছো
কখনো খুলে? ওদের সাথে বিবাদ বেঁধেছিল
আমার ১৯৭১সালে।
ওরা করেছিল অবহেলা-অবজ্ঞা, জোরজুলুম
করে কেড়ে নিতে চেয়েছিল আমাকে।
কিন্তু ভয়ানক দুরন্ত উচ্ছ্বাসে ঘরে-ঘরে
বিক্ষোভ-বিদ্রোহের আগুন জ্বলে ছিল,
প্রতিবাদ-প্রতিশোধ-ন্যায় এবং স্বাধীনতার সংগ্রামে।
আজ আবার যদি ক্ষুদ্র-ভিতু-দুর্বল-শান্ত ভেবে
এহেন অন্যায়-অত্যাচার-শাসন-শোষণ কেউ করে,
তাহলে পুনরায় সংগ্রাম হবে, যুদ্ধ হবে,
রুদ্র তাণ্ডব হবে, এই দেশের শহরে-নগরে-
গ্রামে-গঞ্জে।
যদিও অনেকে আমায় মানতে চায় না,
ক্ষুদ্র-ভিতু দুর্বল ভেবে অবহেলা করে।
কিন্তু এতে আমার কোন শোক বা দুঃখ নেই।
এইতো সেদিন এসেছিল একদল শত্রু,
আমার মুখের অমৃত ভাষা কেড়ে নিতে।
কিন্তু পেরেছে কি? জীবন দিয়েছি, রক্ত ঝরিয়েছি,
তবু পিছুপা হয়নি, হইনি ওদের চরণে নত।
মিছিল-ধর্মঘট-হরতাল-বিদ্রোহ শত্রুর বিরুদ্ধে করেছি,
আর আগামী দিনে-ও এই ধারা অব্যাহত থাকবে।
রচনাকাল, ১২ নভেম্বর ২০২১ খ্রিস্টাব্দ,
২৬ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, বৃহস্পতিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।