সকাল বেলার আলো ওগো তোমায় যায় ডেকে
     ✍-উজ্জ্বল সরদার আর্য

সকাল বেলার আলো ওগো তোমায় যায় ডেকে,
দুয়ার খোলো আঁখি মেলো দেখতে চাই তোমাকে।
        আকুল অন্তরে রজনী পেরিয়ে এসেছি
     জীবন কে তুচ্ছ করে তোমায় ভালবেসেছি
             কাছে এসেছি প্রিয় ---জাগো,
   একবার দেখা দাও কাছে টেনে নাও আমাকে।।

       আজ ফুলে-ফুলে ছেয়ে গেছে এই ধরণী,
        পাখির গানে ঘুম কেন এখনো ভাঙেনি?
       প্রভাত রাগীনি সুরে কত ডাকি তোমারে
          তুমি আমার ব্যাকুলতা কেন বোঝনি?
          ওগো চির সঙ্গী তুমি আমারে ছেড়না
                প্রেম ভুলে প্রেম খোঁজনা ---
বেদনা ভরা অন্তরে কেঁদে যাই আজ শুধু শোঁকে।।

          কতক্ষণ আর দ্বারে দাঁড়িয়ে থাকবো?
         ফিরিয়ে দিও না প্রিয়, অন্তরে রাখবো।
        যা চেয়েছ দিয়েছি, প্রাণ সঁপেছি চরণে!
              মরণের দিনে-ও রাখবো মনে-
            এসো পথ চলি একসাথে দুজনে।
               ধরা যদি কেউ দিতে না চায়,
            জোর করে কি তারে পাওয়া যায়--
   তবু অপেক্ষায় অবুঝ প্রাণ এই পথে পড়ে থাকে।।


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ২৩ নভেম্বর ২০২০ সাল,
বাংলা ৭ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, সোমবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।