সজাগ-স্বদেশ
✍-উজ্জ্বল সরদার আর্য
দৃঢ় অন্যায়-অত্যাচারের পর দিতে হবে
ওদের অপরাধের খাঁটি দাম,
হে আমার মাতৃভূমি -
এই কথা আমি সকলের মুখে বিদ্রোহ কণ্ঠে
এই মাত্র শুনলাম।
যত নির্বোধ-নির্বীজ জনতা এতোদিন ছিল
লুকিয়ে, আজ এসেছে সম্মুখে-
ছুটে চলছে প্রতিবাদ-প্রতিশোধে মত্ত হয়ে
বীর-বিপ্লবী হয়ে করছে গর্জন!
সত্য বার্তা যারা না জানতো আজ জেনে
তারা মর্মাহত, জাগ্রত সকল জনতা আজ
করতে চায় শত্রুদলন।
ওরে বেরিয়ে আয় যত সব মুখোশধারী,
দেশদ্রোহী, লুণ্ঠনকারীর দল!
আমরা জেনেছি রাজ্য লোভে ওরা উন্মত্ত,
দিনেদিনে হচ্ছি আমরা ক্ষতবিক্ষত-সর্বস্বান্ত,
এবার আসবে নতুন সকাল।
অনেক সয়েছি অন্যায়, আর নয় মৃত্যু ভয়-
এবার চেয়েছি ন্যায়বিচার,
চাই স্বাধীন দেশ ডেকেছি সমাবেশ
সজাগ-স্বদেশ ঘুচবে আঁধার।
রচনাকাল ২৭ জুন ২০০৯ খ্রিস্টাব্দ,
১২ আষাঢ় ১৪১৬ বঙ্গাব্দ,শনিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।