শহিদ
✍- উজ্জ্বল সরদার আর্য


      চলছে এক ভয়ানক দুর্লভ রাত
         হৃদয়ে ঘাতকের আঘাত
           মারুতে-মৃত্যুর ঘ্রাণ,
চতুর্দিক দহনে দগ্ধ স্বদেশ আজ নিস্তব্ধ
         থেমেছে কবির অনুসন্ধান।
  যে দিকে যাই মৃত্যু দেহে মেলেছে ঠাই
       বুকে বিদ্ধ বুলেট নেবো বিদায়
           বিদায় হে-আমার জননী!
চেয়েছিলে রক্ত প্রাণ করেছি সবকিছু দান
       তবু তোমার তৃপ্তি কেন হইনি?
  আজ আমার জীবিত নেই কোন ভ্রাতা
     রক্তের ধারায় ভেসে যায় কবিতা,
      ভেসে গিয়েছে কালি শূন্য কলম!
ওগো-মা করো ক্ষমা, মরেছে  প্রিয়তমা,
      আমার দুয়ারে দাঁড়িয়ে আছে যম।
        
    তোমার বুকে আজ শত শত্রুর বাস
         মৃত্যু যন্ত্রণায় করি হাহুতাশ
            হুতাশনে পুড়ে ক্ষত তুমি,
ওরা ফাটিয়েছে বোমা আঁখিতে অশ্রু জমা
        ঝরিয়ে দিলাম এই রাতে আমি।
             যদি প্রভাত আসে দ্বারে,
    অরুণ আলোয় কি দেখবো তোমারে?
         শৃঙ্গী সম শুধু মৃত্যু দেহের স্তূপ!
      কাক-কুকুর-শিয়ালেরা খাচ্ছে ছিঁড়ে
          দরিদ্র তোমার হৃদয় জুড়ে,
   আমি দেখতে চাই না ওই ভয়ানক রূপ।
তাই মরণকে বরণ করে বিধ্বংস ঘটিয়েছি,
  যতক্ষণ এদেহে ছিল প্রাণ ওদের মেরেছি -
           হয়েছি আজ আমি শহিদ!
        তবুও তোমায় হতে দেইনি নত
        তুমি বলেছ আমায় নিয়ে গর্বিত,
    আজ উল্লাসীত প্রাণে তুমি গাও স্বাধীন গীত।


রচনাকাল, ২২ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ
বাংলা- ৯ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।