সবাই ফিরে আসে শুধু সে আসে না
          ✍-উজ্জ্বল সরদার আর্য

             সবাই ফিরে আসে, শুধু সে আসে না।
              অনন্ত পথে কত হেঁটেছি এক সাথে,
                    আজ আর দেখা মেলে না।
           স্মৃতি রেখা ধরে চলো যাই সাগর তীরে
               পাশাপাশি থেকে দেখবো সূর্য উদয়,
                এই মনে কে আছে সে কি জানে?
                 এসো না বলা গল্প করি দুজনে-
         প্রেমের গানে তোমায় খুঁজি
                          লিখি কবিতা শাওন সন্ধ্যায়!
           অতীতের বালুচরে চরণ চিহ্ন রেখেছি ধরে,
            চোখের জলে ধুয়ে দিলেও সে বোঝে না।।

              কতদিন আর থাকবো একা,
                             কোথায় গেলে পাবো দেখা?
            বেদনায়--যে বুকে ঢেউ ওঠে ঝড় হওয়ায়,
                    সেখানে শুধু তোমার নাম লেখা।
                 ওগো তুমি ফিরে এসো, ফিরে এসো
                         ভালোবেসে কাছে এসো-
                             এই শেষ বিকেলে,
                  আঁধারে ঘেরা ভুবন করে অনুসন্ধান
                          ক্ষত অন্তরে অশ্রুজলে।
              নিশুতি নিশির বুকে হেটে চলা চরণ ধ্বনি,
                       আমি কেন প্রতি প্রহরে শুনি?
            গোপনে-নির্জনে ছুঁয়ে যাও তবু ধরা দাও না।।






✍✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ১০জুলাই ২০২০ সাল,
বাংলা ২৬ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।