আত্মবিসর্জন
✍-উজ্জ্বল সরদার আর্য
সেদিন অযথা অভিমানে তুমি চলে গেলে,
কত আকুতি মিনতি করেও পারিনি
নেভাতে তোমার চিত্ত দহন।
এখনো অপেক্ষায় ---ভেবেছি তুমি আসবে,
তবু এলে না , দিন যায় নিরানন্দে বেদনায়।
আজ স্মৃতিবিজড়িত অশ্রুমাখা আকুল প্রেম
এনেছে শ্রাবণ।
বিরহের কাব্যলহরী প্রেমের ওষ্ঠ-অধর ছুঁয়ে
শূন্য হৃদয়ে তুলেছে জলোচ্ছ্বাস।
অবহেলিত-মূর্ছিত লাল গোলাপ,
পথে পড়ে পদতলে খুঁজছে জীবনের অবসান।
আমার আঁখির কোণে এখন উত্তাল সাগর,
বৃষ্টি ভেজা সিক্ত রাতে অপলকে খুঁজি
প্রেমের পদধ্বনি।
এখনো নির্জন অগোছালো মলিন গৃহ,
নিষ্প্রাণ আবেগের ধরে রেখেছে গন্ধ।
এখনো রক্তের অক্ষরে লিখছে কবি
আত্মবিসর্জন কবিতা।
হয়তো একদিন নয়নে নামবে অন্ধকার,
দুয়ারে দাঁড়িয়ে গোধূলি,
ঈশানে জমেছে মেঘ, উঠেছে ঝড় --
এলোমেলো হচ্ছে কবিতার পাতা!
দীপ নেভা রাতে আমি স্মৃতিসৌধ,
আর তুমি কেবল ইতিহাস।
রচনাকাল, ১৯ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ,
৩ জুন ২০২২ খ্রিস্টাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।