শ্বেত সুন্দর সাজে রূপ মোহিনী কে এলো হায়
     ✍-উজ্জ্বল সরদার আর্য

শ্বেত সুন্দর সাজে রূপ মোহিনী কে এলো হায়,
প্রভাত আলোকে দেখে কেঁপে উঠলো হৃদয়।
কাজল কালো চঞ্চলা উতলা নয়নে
নয়ন রেখে তারে আঁকি মনে
আনন্দে ফুল ফুটলো বনে এই বসন্তে ভালোবাসায়।
শ্বেত সুন্দর সাজে রূপ মোহিনী কে এলো হায়----

রঞ্জিত চরণে বাজে যে নুপূরধ্বনি
মুগ্ধ হই যত শুনি,
অপলক দৃষ্টিতে চেয়ে আছি প্রাতে
কম্পিত প্রাণে উঠলো বেজে প্রেমের রাগীনি।

তাই তাকে নিয়ে ভাবি যত হই সম্মুখে নত
দেখি লুণ্ঠিত কত জন তার চরণে,
হে-রূপবতী গ্রহণ করো আমার আরতি
গুণবতী তোমায় রেখেছি প্রাণে।
তবু যত কাছে যাই দীপ নিভে যায়
সাজাতে চাইলে ফুল ঝরে যায়
ওগো ভেবে পাই না কি দেবো অঞ্জলি তোমায়।
শ্বেত সুন্দর সাজে রূপ মোহিনী কে এলো হায়---


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ২২ ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ,
বাংলা ৯ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ, সোমবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।