শারদ প্রাতে শিশিরে ভেজা পথে-- কে যায়
      ✍-উজ্জ্বল সরদার আর্য

                 শারদ প্রাতে শিশিরে ভেজা পথে
                     কে যায়---ওগো কে যায়?
            চরণ ধ্বনিতে তার প্রাণ জাগল আমার
                      দ্বার খুলে পিছু হেটে যাই।
                 ঝরা শিউলি বুকে পদচিহ্ন রেখে
                         সে-যে এগিয়ে চলে ---
              আমার আকুল নয়ন দেখতে চায় যত
                     তত হারিয়ে যায় অন্তরালে ---
                    কি করে তারে যাবে গো ধরা?
              দিশাহারা হয়ে খুঁজি প্রভাত আলোয়।

              তোমার আগমনে আনন্দঘন গানে
                            মুখরিত ভুবন--
               আজ ভুলেছি দুঃখ, ভুলেছি কলহ,
                       ভুলেছি বেদনার গান।
                জানি কুজন দলন আজকে হবে,
                    প্রভাত আলোয় ফুল ফুটবে,
                         জ্বলবে প্রদীপ দ্বারে---
                    নত প্রাণে লুণ্ঠিত হবে চরণে
                        করবে পূজা তোমারে---
              আমি ধন্য-ধন্য মনে দেখবো নয়নে
                      রাখবো হৃদয়ে তোমায়।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল - ২১ অক্টোবর ২০২০ সাল,
বাংলা-৪ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, বুধবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।