শারদ আবহমান
     ✍-উজ্জ্বল সরদার আর্য

দূরে-দিগন্তে দুধেল কাশবন মাতাল মধুর হাওয়ায়
দোল খায় আজ সারাবেলা,
নির্মল নীল আকাশে রাতদিন ভেসে চলে গুচ্ছ-গুচ্ছ
অমল ধবল মেঘের ভেলা।
রাত জাগা শেফালিকা ঝরে গেলো ভোরে,
মালা গেঁথেছি আপন করে!
আমনের খেত রাতভর শিশিরে স্নাত শেষে
উঠলো হেসে আমোদিত মনে ভেজা শরীরে।

এসো-এসো হে শারদ প্রকৃতি, প্রেয়সী তোমার শ্বেত শুভ্র
রথে নির্মল নীল সুনীল পথে!
তোমায় পেয়ে মন উদ্বেলিত করেছো চারিদিক সবুজে সজ্জিত
হেঁটেছি গোধূলি ছুঁয়ে তোমার সাথে।
হে-শারদ, তোমার স্নিগ্ধরূপ তারুণ্যের উচ্ছ্বসিত করেছে প্রাণ!
ভালোবেসে উল্লাসে ডুবেছে তোমার রূপরসে
স্পর্শে রঙিন হয়েছে ভুবন।


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ২৫ সেপ্টেম্বর ২০২১ সাল,
বাংলা ৮ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ, শনিবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।