শ্রাবণের বাদল আজি ঝরছে অঝোরে।
ডুবেছে আমার প্রেমের সকল আশা
পেয়েছে পিপাসা অন্তরে।
কি করে আর থাকবো বলো,
শেষ বিকেলে আঁখি খোলো,
কত দিন দেখি নাই
ওই পথে দীপ জ্বালো।
নির্জনে মনে নিঃসঙ্গতা জাগে
এবার দ্বার খুলে এসো বাহিরে।
ব্যাকুল বুকের ব্যথা তুমি কি বোঝ না
অন্তরালে থেকে করোনা ছলনা,
আমি আকুল আঁখি মেলে রাখি
খোলা জানালার গ্রিল ধরে করি কান্না।
সহসা ধোঁয়াশা দৃষ্টিতে যাহারে দেখি,
তোমারে ভেবে বক্ষে জড়িয়ে রাখি,
এমনও দিনে প্রেম জাগে প্রাণে
যেতে পারিনা তাহার মুখোমুখি।
মেঘে মলিন মুখে আছে যে গগন চেয়ে
তাহারে সরিয়ে এসো ওগো ফিরে।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ৫ আগষ্ট ২০২০ সাল,
বাংলা- ২০ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ, বুধবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।