শ্রাবণ
   ✍-উজ্জ্বল সরদার আর্য

ভোরের আকাশে সহসা মেঘ এলো ভেসে
জলে ভেজা নয়নে দুয়ারে দাঁড়িয়ে শ্রাবণ,
কদম কুমারী ঘোমটা খুলে মেলেছে ডানা
হাসনুহানা ফুলের ঘ্রাণে জেগেছে এই মন।

তপ্ত মরু বুকে জলরাশি আজ গেছে এঁকে
কাগজের নৌকা নিয়ে খেলছে ছেলেবেলা,
কত লেখা আছে চিরকুট প্রেম তবু অচেনা
স্মৃতি শূন্য ঠিকানায় এ-বর্ষায় ভিজি একলা।

কত সে সুরধ্বনি সুর বিলিয়ে যায় আপনায়
নির্জন-নিভৃতে-নিশুতি নিশির কল্পনায় মিশে,
আজ সানন্দে স্বাগত জানাই আকুল ধারায়
বুকের নরম কাদায় যাও হেটে প্রেম-উচ্ছ্বাসে।

এখন ঝিলের জলে ফুটেছে শাপলা-শালুক
চেনা মুখ ভেসে ওঠে পদ্মপাতার দর্পণে,
স্মৃতিবিজড়িত ডিঙি নৌকা ডুবেছে আজ
ভেসে-ভেসে আমি খুঁজি তারে আকুল নয়নে।

আজ হরিৎ অরণ্যে কত ভিজচ্ছে পাপিয়া
শীতল ছোঁয়ায় কাঁপে হৃদয় কেঁপেছে কণ্ঠ,
যুবতি চম্পার ঠোঁটে চুম্বন এঁকে খুঁজছে মধু
তুমি নেই, তবু বর্ষায় বিশুদ্ধ মন পূর্ণ বৈকুণ্ঠ।

রচনাকাল, ১১ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ,
             ২৬ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ, সোমবার।
              দাকোপ খুলনা, বাংলাদেশ।