শান্তির অভিলাষে আকুল আমার প্রাণ
        ✍- উজ্জ্বল সরদার আর্য



          শান্তির অভিলাষে আকুল আমার প্রাণ।
            কত চেয়েছি বিদায় সকাল সন্ধ্যায়,
                        করি মুক্তির গান।।
               দুঃখের সাগরে ভেসে গেলে ওরে,
                তরঙ্গ কিনারে কেউ আসে নারে,
          আজ হাত বাড়িয়ে দাও হে, দুঃখের সাগরে--।
              একে-একে চলে গেলো কত প্রিয়জন,
              অমৃত আস্বাদনে আমিও করি স্মরণ,
                   পিপাসায় পুড়ছে আমার প্রাণ---
          আমি জীর্ণ, শীর্ণ, ক্লান্ত দেহ চায় অবসান।।
              জ্বরাব্যধির বিরহ জ্বালা চাই না আর,
              অস্ত রাগে আমাকে করো পারাপার,
          ডুবেছে তরী অকূলে মরি ঝরায় বারি প্রাণ---
               এখানেই মেলে যত সুখের সন্ধান।।




✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ৪ সেপ্টেম্বর ১০১৯ সাল
বাংলা ২০ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ (বুধবার
দাকোপ খুলনা, বাংলাদেশ।