শ্যামা সুন্দরী
✍-উজ্জ্বল সরদার আর্য
ওগো শ্যামা-সুন্দরী দেখেছি আজি তোমারি
শরৎ সন্ধ্যায় আলোক সজ্জা মাঝে,
রূপে মনোরমা করিতে চাহি প্রিয়তমা
অন্তরে ব্যাকুল বাঁশি বাজে।।
লাজুক নয়নে দিও না ঘোমটা টেনে
আমার প্রাণের মাঝে প্রেম জেগেছে,
যত হেরিনু তব মুখখানি ওঠে বেজে রাগিণী
সঙ্গিনী চাহিয়া এসেছি দ্বারে এসো কাছে।।
কাজল কালো চোখে যাহার এত জ্যোতি,
সে চোখ কেন খোলো না?
যে রূপের মোহে পথ ভুলে যায়,
সে রূপ কেন দেখাও না?
আঁধার আছে বলে দিনের মূল্য এত
রজনী এলে আজও তাই প্রদীপ জ্বলে,
কর্ম গুণে হয় পরিচয় ভুবন করো জয়
আর থেকো না ওগো অন্তরালে।।
গহিন বনের মাঝে যে ফুল উঠলো ফুটে
তাহার-ও গন্ধ এলো বাতাসে!
তবু তোমার মত নত হয়ে থাকে না ওরা
আসে ভালোবেসে প্রেম দিয়ে যায় উল্লাসে।
ওগো এবার না হয় এসো এই বাহির ভুবনে
প্রাণে-প্রাণে প্রাণ মিলিয়ে যাই ছুটে,
ফুটিবে আলো আসিবে প্রভাত
খুশিতে হাসিতে গোধূলি রঙে পড়বো লুটে।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ২৭ সেপ্টেম্বর ২০২০ সাল,
বাংলা- ১১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, রবিবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।