সাহসিনী
✍- উজ্জ্বল সরদার আর্য
গ্রীষ্মের অগ্নি ঝরা দিনে, চলেছো তুমি কার স্মরণে?
উত্তপ্ত পথে পথিক হতে, যেওনা হেটে রিক্ত চরণে।
চারিদিকে খরা মরুময় পিপাসায় প্রাণ চলে যায়,
কত ঝরবে দেহে রক্ত হবে ক্লান্ত, চরণ হলো ক্ষয়।
আজ কে দেবে তৃষ্ণার জল,পথে যখন হবে অচল?
শুধু অশ্রু ঝরবে কাকে ডাকবে ঝরে গেছে তমাল।
তাই অতীত বসন্তকে ভুলে যাও ওগো আজকে,
হারিয়েছে চৈতালি থেমেছে গীতালি থেকোনা শোঁকে।
মায়ার বাঁধনে বেঁধনা মনে যে যাবে যাক চলে,
ঝরা পাতা বুকে ধরে খোঁজ না তারে যাও ভুলে।
যে ভালোবাসে ফিরে আসে, আসবে একদিন-
যাবে তার সাথে অনন্ত প্রেম পথে হবে ‘ভূ’ রঙিন।
তবে আজ যেওনা দূর-দিগন্তের পথ পাড়ি দিও না,
পথের বৃক্ষরাজি জীর্ণ আজি আঁচল ছায়া পাবে না।
তাই যাও ফিরে নিজ ঘরে, মায়া-মোহ-বেদনা ভুলে!
হে-সাহসিনী তুমি বোঝনি, যেওনা এই নিদাঘ কালে।
রূপ-লাবণ্যে অনন্য দেখে ধন্য,সেজেছো কত আজ-
এমনও দুর্দিনে এলে বাহির ভুবনে, বিনষ্ট হলো সাজ।
তাই দিগন্ত দেখো মেলে আঁখি তুমি যেওনা হে-সখী,
ওই দুর্গম পথে একা তুমি সাহসিকা হৃদয়ে রাখি।
ওগো চঞ্চলা উতলা হৃদয় শোনো,আমার কথা মানো-
যদি যেতে চাও সঙ্গে আমায় নাও, কি ভাবছো এখনো?
তোমার মত অবুঝ মনে, কেউ যদি এখনি যায় বনে-
তবে ফুটবে কি হাসি?বাজবে না বাঁশি এই ভুবনে।
আজ প্রেম নিবেদনে সমর্পণে এই প্রাণে এঁকেছি তোমায়,
তুমি গ্রহণ করো হাতটি ধরো স্নাত হবো অমৃত ধারায়।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ৭ মে ২০২০ সাল,
বাংলা-২৪ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ, বৃহস্পতিবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।