হে বীর তোমায় জানাই স্বাগতম
✍উজ্জ্বল সরদার আর্য
বদ্ধ ঘরে বন্দী যারা
আজ ভেঙেছে দুয়ার তারা
ভাঙতে গৌরী শৃঙ্গ,
উদিত প্রভা প্রাচীন-প্রাচী
প্রাণ দানের লেখ সূচী
রক্ত দানে করো রঞ্জিত-রঙ্গ।
যারা যুদ্ধের বাজনা বাজায়
তারা নির্ভীক,ওরা অক্ষয়-
হয়েছে মুক্তমনা!
ওরে আজ কোথায় রাজা,
কে দেবে সাজা?
ভুলেছে নায়েব খাজনা।
প্রজারা সব উঠেছে জেগে
ভোরের ভৈরবী রাগে
স্বাধীন-সঙ্গীতে,
ঐক্যবদ্ধ একতায় আনবো জয়
করবো ক্ষয় দিবা-রাতে।
ওরে তোরা শোন ওই গগনের গর্জন
আমি রুদ্র এখন ডমরু বাজাই,
স্বর্গ-মর্ত্য-পাতল যায় রসাতল
আমি অকাল কালের স্রোতে ভাসাই।
এসেছি তাই তোদের তোরণে
বিধ্বংসের আমন্ত্রণে
নয়নে আমার বহ্নি বর্ষণ,
যত অবিচার করেছিস তোরা
আজ বয়ে যাবে রক্ত ধারা
রঞ্জিত হবে মায়ের চরণ।
যুদ্ধ ভূমিতে নেই আপনপর
ওরে দানব দলন কর
আমি এভারেস্ট হয়ে দাঁড়িয়ে আছি,
কে আসবি আয় তোরা
বাহুতে আমার গাণ্ডীব ধরা
আজ বিধ্বংসী লীলায় মেতেছি।
রাবণ করেছে নারীকে দাসী
হরণ করেছে শত উর্বশী
আজ বনবাসী রাম,
লঙ্কা দহন হবে কবে
সীতা কত কেঁদে যাবে
কত স্মরণ করবো বীরের নাম।
এই রাজ্যে চলছে বস্ত্রহরণ
আছে কত শকুনি-দুর্যোধন
করছে ধর্ষণ দিবা-রাতে,
ওরে স্বদেশ জাগরে এবার
কত ধৈর্য ধরবি আর
হচ্ছি ক্ষত আঘাতে-আঘাতে।
ওরে তাই এবার যুদ্ধ হবে
ওরা মরবে
বীর এসেছে রণে,
খেলবো কত রক্তের হোলি
জ্বালবে বহ্নি কুণ্ডলী
নিষ্প্রাণ দেহ পুড়বে শ্মশানে।
কোথায় আজ ধর্ষণকারী
আমি মুরারি
যুগ পরিবর্তন করি বারংবার,
পুরুষ শাসিত সমাজ
ভাঙতে হবে আজ
অনেক সয়েছে নারী অত্যাচার।
ওরা রাজনৈতিক যুক্ত
দুষমন রাজ্য অধিপতি ভক্ত
তাই নিরপরাধী,
সকল অন্যায় ভূতলে চাপা যায়
মরণ ভয়ে ভুলি বিবাদী।
তবুও মরি চরণ ধরি
আর কত অকালে মরবো?
যে বুকেতে দুগ্ধ খায়
প্রাণ বাঁচায়
সে বুকের জন্য আজ লড়বো।
তাই জাগো-জনতা
অসহায় আজ ভারত মাতা
তাড়াও নপুংসক,
হাতে নাও অস্ত্র রক্তে লেখ নব শাস্ত্র
দেশ ভক্তি অমর থাক।
আজ আমার একটাই শ্লোগান
স্বাধীনতায় দাও রক্ত দান,
করো শত্রু গর্দান -
বলে বন্দেমাতরম!
যুদ্ধ শেষে মা উঠবে হেসে
করবো রক্তাক্ত চরণে প্রণাম!
হে বীর- তোমায় জানাই স্বা-গতম।
রচনাকাল ৫ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ
বাংলা ১৮ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ (বৃহস্পতিবার)
দাকোপ খুলনা বাংলাদেশ।