স্বাধীনতায় সন্তোষ প্রাপ্তি
✍- উজ্জ্বল সরদার আর্য
বসন্তের দক্ষিণা সমীরণে শীতল হলো আজ স্বদেশ
থেমেছে দৃঢ় দ্বন্দ্বের রেষ,
রক্ত ঝরানো রক্তে রাঙানো সৈনিকবৃত্তি বেশ-
খুলেছে প্রভাত কালে
কেউ আছে নিদ্রামগ্ন হয়ে নগ্ন
কেউ বা ক্ষুধার্ত
কেউ শোঁকাত কেউ জাগ্রত জয়ের উল্লাসে দোলে।
দহনে দগ্ধ দেহ বুকে ভরা দ্রোহ
সহসা ক্ষিপ্ত কুঞ্জ রাজ্য আজ অবরুদ্ধ হলো,
কিরণমালীর কিরণে করছে সব ঝলমল-
আমার ঝরে অশ্রুজল দুর্ভিক্ষ-দুর্দিন!
অনাহারে অহ যায় হে বন্ধু বিদায়
তোমার হয়েছে জয়’ তুমি হয়েছো স্বাধীন।
তাই আনন্দে আত্মহারা বেঁচে আছে যারা
চলেছে ছুটে স্বাধীন উত্থান গানে,
বেজে ওঠে আমার মনে অনর্থ চিন্তা এমন দিনে-
বুকে ভরা দুর্ভিক্ষ
এই স্বদেশ এখনো নিরলস-নির্ভীক
আমি দেই ধিক
করছে রক্ত পান রঞ্জিত হচ্ছে বক্ষ।
পিছনে ফেলে আশা কত কষ্টের হা-হাকার
প্রতিক্ষণে জেগে ওঠে হৃদয়ে বারবার,
শুনি শোঁকের ক্রন্দন কাননে!
স্বজন সকলে মৃত্যু মেরেছি শত্রু
পেয়েছি স্বাধীনতা দারিদ্র্যতার দানে।
তাই এই স্বদেশ এবার অদম্য দ্বন্দ্বে
থাকবে মেতে,
আমি ভেসে যাই কালের স্রোতে-
জাগরণী গেয়ে গান
দিবস-নিশি'তে দারিদ্র্য হানিতে
কেঁদে ওঠে প্রাণ।
আজ জীর্ণ শরীরে ঘুরি দ্বারে-দ্বারে
ক্ষুধার্ত যন্ত্রণায়,
হে বন্ধু! এক মুঠো খাদ্য দাও গো আমায়-
এই বিধ্বংসের শেষে
স্বাধীন দিনে ফুল ঝরে যায় কত বনে
তবুও শ্লোগানে স্বদেশ যায় ভেসে উল্লাসে।
রচনাকাল ইং- ২৫ সে জুন ২০১৯ খ্রিস্টাব্দ,
বাংলা- ৯ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ...(মঙ্গলবার)
দাকোপ, খুলনা বাংলাদেশ...