রক্তদান
✍উজ্জ্বল সরদার আর্য
গুলি চালা, গুলি চালা,শত্রুর বুকে গুলি চালা!
জাগ্রত-জনতা,জেলের ভেঙেছে তালা-
ওই তোরা আগুন জ্বালা,আগুন জ্বালা, আগুন জ্বালা!
এনেদে মায়ের মস্তকের মালা
ওদের ফাঁসিতে ঝোলা,
জানবে জীবন হারা কেমন জ্বালা-
গুলি চালা,গুলি চালা,শত্রুর বুকে গুলি চালা।
পাবকে পুড়িয়ে পবনে উড়িয়েদে ভস্ম,
ভীমের বাহুতে শত শত্রু বিনাশ দেখি সেই দৃশ্য।
দুশমনের বক্ষ চিরে, লোহিত রক্ত পান করে,
উড়িয়েদে জয়ের নিশান !
ওরে জাগরে নবীন, জাগরে কৃষাণ,
জাগ তুই পান্থ-পাষাণ।
জেগেছে স্বদেশ লেগেছে বিবাদ-বিদ্বেষ,
দেবে দানবের সাজা !
শত্রুর সাথে গোলা গুলি হাতে তলোয়ার তুলি
লড়তে হবে পাঞ্জা।
যে পথে এসেছে ওরা সে পথ আজ রুদ্ধ,
মুক্তি মিলবে মৃত্যুতে দহনে দানব দগ্ধ।
তলোয়ারে ছেদন কররে মাথা
ভেঙে ফেল অনিয়ম প্রথা,
শাসন-শোষণ চলবে না আর এ-আমাদের কথা।
আজ হবে তাই রক্তের খেলা,
রক্ত দিয়ে রক্তনে তোরা-রক্ত দানে আসে
সেই অমর বিজয় বেলা!
গুলি চালা, গুলি চালা,শত্রুর বুকে গুলি চালা।
রচনাকাল, ১ নভেম্বর ২০১৭ খ্রিস্টাব্দ,
১৪ কার্তিক ১৪২৪ বঙ্গাব্দ,বুধবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।