রক্তের খেলা খেলবো এবার সারাবেলা
✍উজ্জ্বল সরদার আর্য
রাতের অন্ধকারে দল ধরে
এসেছে ওরা কারা?
বোমা-বন্দুকের গুলি বর্ষণে
নিরীহ মানুষ মরছে হয়েছে সর্বহারা।
ওরা দেশদ্রোহী-সন্ত্রাসী রক্ত পিপাসী
লুণ্ঠন কারি সব,
এসেছে ক্ষমতার দম্ভে রাজ্যলোভে
বাধিয়েছে কোলাহল-কলরব।
ভেঙেছে প্রাচীর শেষ হয় না তিমির
এই রাজ্য হয়েছে ওদের এখন,
মরেছে জনতা ভয়-ভিতু বিধাতা
আজ করেছে পলায়ন।
রক্তে ভিজেছে ভূমি, হে-বীর কোথায় তুমি?
ঘর ছেড়ে এসো বাইরে!
লাশ পচা গন্ধে, ক্ষত কবিতার ছন্দে,
আজ ডাকি শুধু তোমারে।
তুমি বিদ্রোহ করো শত্রু মার,
করো অন্যায়ের প্রতিবাদ!
হে-জন্মভূমি, কি চাও তুমি?
করছি ওদের পদাঘাত।
যদি প্রাণ দিতে হয় দেবো তোমায়,
দিয়েছি অফুরন্ত রক্ত!
কোথায় ওই শত্রু আমি নই ভিতু,
কোনদিন হবো না নত।
হে-আমার বীর জনতা হও একতা
আজ মরণ খেলা খেলতে হবে,
ক্ষত জননী আমার কাঁদে সারাবেলা
অশ্রু তার মোছাতে হবে।
অন্তরে জ্বালাও বিদ্রোহের দাহন
আমি স্বজন হারা পান্থ এখন
পথে-পথে কাঁদি!
স্বাধীনতা নাই শত্রু স্বদেশকে করছে লয়,
হও তুমি আজ সাম্যবাদী।
যদি প্রাণ যায় যাক না --
তবু শত্রুর দাস আর হবো না,
আজ নতুন প্রভাত চাই সংগ্রাম করবো সবাই
কোন শত্রু থাকবে না।
সাদা কালো রুক্ষ দেহে --
শক্তি জেগেছে বিদ্রোহে,
তোদের মেরে করবো জয়গান!
এই মাটির একবিন্দু ধূলিকণা
তোরা পাবি না,
করেছি বীরের আহ্বান।
জোয়ান-কৃষাণ সকলে এক
এক হয়েছি তুমি আমি,
আজ সকল বাধা যাবো পেরিয়ে
রবির আলো দেবো ছড়িয়ে
রক্তে রাঙাবো মাতৃভূমি।
হে-বীর শোনো শিয়াল-কুকুর-হায়েনার ডাক
ওরা ক্ষুধার্ত-হিংস্র-পশুরা সব বেধেছে ঝাঁক,
ক্ষেতে চায় রক্ত মাংস আজ হবে বিধ্বংস
তৃষিত-পীড়িত ক্ষত মানুষের ক্রোধ দেখে
আমি হয়েছি নির্বাক।
আজ নতুন ইতিহাস রচিত হবে
এই স্বদেশ সজাগ ছিল থাকবে,
চারিদিকে পড়ে আছে মৃত্যু লাশ
তবু দুঃখ ভুলেছি, ভুলেছি হাহুতাশ
এই সংগ্রাম অনন্তদিন চলবে।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ২১ জানুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দ,
৭ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ, বৃহস্পতিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।