হৃদয়ে জেগেছে ব্যথা
✍-উজ্জ্বল সরদার আর্য


              রাতের শেষে পুষ্প হেসে
                গন্ধ ছোড়ালো ভুবনে,
            সজাগ জনতা হয়েছে একতা
          পথে নেমেছে মুক্তির শ্লোগানে।
              আজ আর নেই কোন ভয়
                    আমরা যে দুর্জয়,
            কেটে যাবে সংশয় রক্ত দানে।
                  ওরা চালিয়েছে গুলি
                    বামা-বহ্নিতে জ্বলি
             তবুও নত নই ওদের চরণে।।

             অনেক সয়েছি শাসন-শোষণ
           কেড়েছে জীবন নিশুতি নিশিতে,
              ধর্ষিতা বোন ডেকেছে শ্রাবণ
                  আজ পুড়ছে অগ্নিতে।
            কত আর কেঁদে জাবে জননী
                 অশ্রুতে ভাসছে ধরণী,
              লুণ্ঠিত দেহে  হয়েছে স্মরণী
           ছুঁয়েছে বীরের চরণ এই প্রাতে।
             আজ হবে যুদ্ধ আমি ক্রুদ্ধ
                 রঞ্জিত হবো রক্তে ।।
    
                   যদি যায় চলে প্রাণ
             ভাববো ভাগ্যবান এই দেশে,
                   শহিদ স্মরণে এসো
             তুমি আসবেই ভালোবেসে।
           সেদিন শান্ত হবে মনের আগুন
           তোমার আসায় আসবে ফাগুন,
                 মন গাইবে গান গুনগুন
                      জয়ের উল্লাসে।
              আজ দেখবে রণে-রণবীর
              করবে ছিন্ন শির বিধ্বংসে।।

          তাই যোদ্ধার সজ্জায় সাজিয়ে দাও
                  বিদায় দাও হে স্বজনী,
                দেবো ললাটে চরণ ধূলি
            নিও আমার অঞ্জলি হে-জননী।
             দেবো কত রক্ত রঞ্জিত চরণে
                  নৃসিংহ রূপে এই ক্ষণে,
                  রুদ্র তাণ্ডব হবে ভুবনে
               আমার প্রাণে জ্বলছে অগ্নি।
              নিদারুণ নরহত্যা প্রতিহত যজ্ঞ
                    সৌম্য সংগ্রাম সাঙ্গ
       আজ রসাতল রঙ্গ বাজে বিদ্রোহ রাগিণী।।
                        
                    শুনে ওরা ভয়ে মরে
             পলায়ন করে ক্ষমা ভিক্ষা চায়,
               হে বীর! নিওনা কেড়ে প্রাণ
         করো না রক্তপান বক্ষ চিরে আমায়।
                আজ কে শোনে কার কথা
                    হৃদয়ে জেগেছে ব্যথা
           সকলে মেতেছে স্বাধীন চেতনায়।
                 আজ ফুটবে রক্তজবা
            তোদের পোড়াবে পাবক প্রভা
         রাবণের লঙ্কা লয় হবি তোরা ক্ষয়।।


রচনাকাল ইং-৩০ মে ২০১৯ খ্রিস্টাব্দ
বাংলা- ১৫ জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ
দাকোপ খুলনা, বাংলাদেশ।