রদবদল
✍-উজ্জ্বল সরদার আর্য
সভ্যতা এবং সংস্কৃতিকে জোর পূর্বক রাস্তার পাশে
প্রকাশ্যে গাছের সাথে বেধে তথাকথিত সমাজ
ঢিল ছুঁড়তে ছুঁড়তে যখন বৃদ্ধ হয়ে পড়ে
তখন নবীনের চোখে দেখে কেবল অপরাধ।
ওরা এখন গঙ্গার স্নান করে উঠেছে
শুদ্ধতার চাদরে জড়িয়ে রেখেছে মানবিক বোধ।
এখন ভুলেছে ফেলে আশা দিন হয়েছে প্রবীণ
যৌবনের দায় ভার ভবিষ্যতের কাঁধে চাপিয়ে
ওরা গড়ছে শত শত সমালোচনার রাজ্য।
ওরা এখন আর আগের মত চল-চঞ্চল নেই
অন্তরালে ভীমরতি রেখে প্রশান্ত বুকে
তুলেছে কাব্যলহরী।
অতীতে কবি কত দেখেছে পথে পথে ঘুরে
অন্ন জলের কি নিদারুণ অভাব,
আজ তারা ছবি হয়ে ঝুলছে স্বজনের দুয়ারে!
বছর শেষে আজ কত আদিখ্যেতা দেখে কবি।
কিন্তু সেদিন যারা কর্তব্য মনুষ্যত্বের দায়ভার
এড়িয়ে রোপণ করেছিল অপসংস্কৃতির চারা
তারা আজ ছবি হতে চায় না সংস্কার শেখায়
অমৃত খেতে চায় ভবিষ্যৎ এর হাতে।
রচনাকাল ২৫ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ,
৫ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ, মঙ্গলবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।