রবীন্দ্রনাথের প্রতি
     ✍-উজ্জ্বল সরদার আর্য

হে কবি, তুমি রবি,জ্বলে আছো আজও অন্তর-অন্তরীক্ষে!
তোমার চরণে অঞ্জলি দানে, পূজা করি অশ্রুসিক্ত চোখে।
অনন্ত-অমর তোমার বানী,খুঁজি তোমাকে বিশ্ব মন্দিরে!
প্রেমে-প্লাবিত তোমার গানে, ডুবি তৃষিত প্রাণে বারে-বারে।

জানি’ কোন দিন তুমি হবে না ক্ষয়, সৃষ্টিতে অমর-অক্ষয়!
বিশ্ব-বিধাতা হয়ে আছো সকল হৃদয়ে,হয়েছে তোমার জয়।
যত দেখি তোমার মধুর-মূরতি, প্রদীপ জ্বলিয়ে করি আরতি!
পুষ্প-চন্দনে সাজিয়ে বরমাল্য দিয়ে, বিলিয়ে দেই প্রীতি।

আজ আমিও করি সত্যের-সন্ধান,করতে আলোকিত ভুবন!
যা করেছো দান তা অমৃত সমান,উঠেছে জেগে প্রাণ।
তোমার চেতনায়-তোমার জ্ঞানে,ডুবে থাকি ওগো সর্ব ক্ষণে!
তবু সম্মুখে আসে সংশয় করি লয়, তোমার মুক্তির গানে।

এই সমাজের কোণে গহীন বনে,আজও শুনি কত চিৎকার!
হচ্ছে শোষিত-পীড়িত কেউ বন্ধু হয় না অবাঞ্ছিত জনতার।
হয়তো তোমার নিকট আমি অপ্রকট, অভাগা-তুচ্ছ!
তবু ভৈরবী রাগে প্রাণ জাগে,প্রেম-দ্রোহে সাজাই কবিতা গুচ্ছ।





রচনাকাল, ১৬ আগষ্ট ২০২০ খ্রিস্টাব্দ,
৩১ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ, রবিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।