রিক্ত পথের ব্যাকুলতা
✍-উজ্জ্বল সরদার আর্য
আজও অবুঝ গোধূলি অপেক্ষা করে তোমার।
সন্ধ্যায় তোমাকে চায় মন্দিরে শিখরে
অমল ধবল আসনে বসিয়ে,
পুষ্প সজ্জায় সাজাতে পূজারী।
তুমি কি বুঝতে পারো রিক্ত পথের ব্যাকুলতা?
হারানো প্রেমের টানে মায়া-মিশ্রিত মনে
ঘর ছেড়ে যে প্রেমিক পূজারী পথে-পথে খোঁজে তোমায়,
তার আকুল ক্রন্দন কি শুনতে পাও না?
তুমি তো নিষ্ঠুর নও, আর না ছিলে কোন আত্মাহীন প্রতিমা,
তাহলে কেন রাতের অন্ধকারে চুপিসারে
নির্জন পথে হারিয়ে গেলে?
যে নক্ষত্র দিগন্ত কে আলোকিত করে, সেই তো ছিলে তুমি।
ছিলে আমার রঙিন প্রভাত, সূর্যোদয়ের প্রথম আলো।
আমি নদীর তটে অর্ঘ সাজিয়ে, প্রেম নিবেদনে তোমায়
করেছি শত নমস্কার।
সেই তুমি অস্ত গেলে,ফোটা ফুল ঝরে গেলো,
আঁধার এলো পৃথিবীর বুকে।
এখন আমি দলিত হই পথচারীদের পদতলে।
আজ বিরহ-ব্যথায় অশ্রু ঝরে, শান্ত নদীর বুকে ঢেউ ওঠে।
তবু করতে পারি না চিৎকার, রুক্ষ তৃষিত অতৃপ্ত অন্তরে
শুধুই হাহাকার।
ওগো তুমি ফিরে এসো, ফিরে এসো কোন এক প্রভাতে
দিগন্ত আলোকিত করে এই ভুবনে।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ১৩ অক্টোবর ২০২০ সাল,
বাংলা- ২৭ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, মঙ্গলবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।