রিক্ত কৈলাস
✍-উজ্জ্বল সরদার আর্য
ওগো প্রেয়সী ভালোবাসি আমি তোমারে
তুমি আছো অন্তরে,
যদিও আজ ফুল ঝরে বিরহ বেদনায়!
মনে জাগে শুধু স্মৃতি অশ্রু জলে থেমে যায় গীতি,
প্রীতি প্রাণে প্রতীক্ষায় -
নদীর কিনা রায় আছি বসে গো
তুমি এসো ফিরে দণ্ড দিও না আমারে
আর বাঁশি বাজে না ব্রজে নিশি নিথর হলো গো।
কত নিদ্রাভঙ্গ নিশুতি রাতের তারা
ছড়িয়েছে আলোর ধারা,
এই রিক্ত কৈলাসে !
তবুও আসেনা ঘুম বৃষ্টি ঝরে ঝুমঝুম
মেঘ জমে মনে এসে।
উন্মাদ হয়ে খুঁজি তাই তোমায়
তুমি নিয়েছ বিদায়,
দিয়েছো পাড়ি ওই দূর দেশে!
দারিদ্রতায় থেমেছে জীবন রইলো না আর
কোন বন্ধন
বিরহ বুকে ঝড় উঠেছে অবশেষে!
সতীর দেহ ত্যাগে শোকাগ্নি আকাশে-বাতাসে।
তাই ধরণী কম্পিত দেবগণ শোকার্ত
অটল ভেঙে পড়ছে অকূলে,
রুদ্রজটায় বেঁধেছি পৃথিবী স্কন্ধে দেহান্ত দেবী
দণ্ডিত দক্ষ রাজ আমার পদতলে।
অবয়বে আমার রক্ত ঝরে
প্রিয়া হারা বেদনা অন্তরে,
অনন্ত প্রেম অন্ত অতলে-
স্মৃতি স্মরণে সিক্ত আঁখি সেই বসন্তকে বুকে রাখি
আজ অর্ঘ সাজাই অশ্রু জলে,
ওগো তুমি ফিরে এসো নতুন রূপে
নব প্রভাত এলে।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ২২ জুলাই ২০১৬ সাল,
বাংলা ৬ শ্রাবণ ১৪২৩ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।